গল্পগুলো আরও জানুন মিশর মাস এপ্রিল, 2016
মিশরের বিমান ছিনতাই নাটকের অবসান; সকল যাত্রী উদ্ধার
একজন বিমান ছিনতাইকারীর কারণে সাত ঘন্টার অচলাবস্থার সৃষ্টি হয়। আলেকজান্দ্রিয়া থেকে কায়রোগামী একটি মিশরীয় বিমানের বিমান চালককে তিনি সাইপ্রাসের লারনাকাতে জরুরী অবতরণ করতে বাধ্য করেন। তিনি একটি বিস্ফোরক বেল্ট পরে আছেন বলে দাবি করেন। সব যাত্রীদের মুক্ত করার মাধ্যমে অবশেষে এই অচলাবস্থার সমাপ্তি হয়।