গল্পগুলো আরও জানুন মিশর মাস মে, 2015
প্রতিবাদকারীদের প্রতি “ভীতিপ্রদর্শন এবং সহিংসতার” দায়ে মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসিকে ২০ বছরের কারাদন্ড
গনতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০ বছরের কারাদন্ড দিয়ে রায় হয়েছে। ২০১২ সালে প্রতিবাদকারীদের বিরুদ্ধে “ভীতিপ্রদর্শন এবং সহিংসতার অপরাধে” তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।