গল্পগুলো আরও জানুন মিশর মাস সেপ্টেম্বর, 2014
মার্কিনীদের পরামর্শ দিল মিসরিয় পুলিশ এবং একটি চমৎকার হ্যাশট্যাগে টুইটার ব্যবহারকারীদের প্রতিক্রিয়া
যদিও #মার্কিনিদেরজন্যমিসরিয়পুলিশেরটিপস একটি ব্যঙ্গাত্মক হ্যাশট্যাগ, তবুও মিসরিয় এবং মিসরিয় নন এমন সকল টুইটার ব্যবহারকারী সেই হ্যাশট্যাগে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশকে মিসৌরির ফারগুসন এর ব্যাপারে পরামর্শ দিয়েছেন।