গল্পগুলো আরও জানুন মিশর মাস জুন, 2013
মিশরীয়রা #জুন৩০ তারিখে মুসলিম ব্রাদারহুডের শাসন পতনের জন্য প্রতিবাদের পরিকল্পনা করছে
মিশরীয়রা আবার এক হতে চলেছে, আগামী ৩০ জুন তারিখে "সরকার পতন" আন্দোলনের পরিকল্পনা করছে। তারিখটি হ্যাশট্যাগ #জুন৩০ অধীনে সামাজিক মিডিয়াতে প্রচারিত হচ্ছে, যে দিন মুসলিম ব্রাদারহুড প্রার্থী রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসির শাসনের প্রথম বার্ষিকী পূরণ হতে যাচ্ছে। মোহাম্মদ মুরসি গত ২৫ জানুয়ারী, ২০১১ তারিখে একটি বৃহদায়তন বিক্ষোভ শুরু হোসনি মুবারককে উৎখাতের পর নির্বাচিত হন।