গল্পগুলো আরও জানুন মিশর মাস ফেব্রুয়ারি, 2013
মর্যাদা, সাহস এবং ভণ্ডামিঃ পুলিশ কর্তৃক মিশরীয় এক ব্যক্তির বস্ত্রহরণ
একটি ভিডিওতে প্রদর্শীত হয়েছে মিশরীয় পুলিশ, সেদেশের এক নাগরিক হামদা সেইবারকে মারধর করছে এবং তাকে বিবস্ত্র করে ফেলছে। ভিডিওটি দ্রুত সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং সে দেশের নাগরিকরা এই ঘটনায় হতবাক হয়ে পড়ে, আর তারা বিষয়টি বিশ্বাস করতে পারছিল না।