· অক্টোবর, 2010

গল্পগুলো আরও জানুন মিশর মাস অক্টোবর, 2010

মিশর: অতি খারাপ ফেসবুক

গত সপ্তাহে মিশরীয় রাষ্ট্রিয় টিভি চ্যানেল, আল মাসরেয়াতে প্রচারিত দৈনিক টক শো মিসর এল-নাহারদা (আজকের মিশর) আলোচনা করেছে ফেসবুক আর মিশরীয় সমাজে এর প্রভাব নিয়ে। এই অনুষ্ঠান মিশরীয় ব্লগ জগতের বিদ্রুপের বিষয়ে পরিণত হয় কারণ টিভি উপস্থাপিকা এবং অতিথিরা অনুষ্ঠান চলাকালীন অনেক ভ্রান্তিকর আর মজার মন্তব্য করেন।