গল্পগুলো আরও জানুন মিশর মাস সেপ্টেম্বর, 2010
মিশর: মুসলিম ব্রাদারহুড এবং রমজান টিভি
এই বছর মিশরের এক টিভি চ্যানেল বিরোধী দল আল ইকওয়ান আল মুসলেমিন (দি মুসলিম ব্রাদারহুড) কে নিয়ে একটি সিরি জ তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এল গামা নামক এই টিভি সিরিজ এই বিরোধী দলের ইতিহাস এবং এর প্রতিষ্ঠাতা হাসান এল বান্নার উপর আলোকপাত করার চেষ্টা করেছে। তবে অনেক ব্লগার এই সিরিজটির সমালোচনা করছে এই বলে যে এটি সরকারী দলের দৃষ্টিভঙ্গী ছাড়া আর কিছুই নয়।