গল্পগুলো আরও জানুন মেক্সিকো মাস জুন, 2010
মেক্সিকো: সীমান্তে দশ দিনে দুটি মৃত্যু
মেক্সিকোর দুই বাসিন্দার অনভিপ্রেত মৃত্যু ঘটেছে-এদের একজন কর্মী ও অন্যজন ১৫ বছরের এক কিশোর-এক মাসের মধ্যে দুটি পৃথক ঘটনায় যুক্তরাষ্ট্রের সীমান্ত রক্ষী বাহিনীর আক্রমণে এদের মৃত্যু ঘটে। এই দুটি ঘটনা মেক্সিকোর নাগরিক প্রচার মাধ্যম নতুন করে যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকো সরকারের অভিবাসন ও পররাষ্ট্রনীতির মুল্যায়ন করতে শুরু করেছে।