গল্পগুলো আরও জানুন কলম্বিয়া মাস জুলাই, 2010
কলম্বিয়া: কলম্বিয়ার দ্বিশত বার্ষিকী অনুষ্ঠান নিয়ে গুগল লোগো আর এ নিয়ে টুইটারে প্রতিক্রিয়া
গত ২০শে জুলাই কলম্বিয়া তাদের স্বাধীনতা ঘোষণার ২০০তম বর্ষপূর্তি উদযাপন করেছে আর এই দিনটিকে স্মরণ করা হয় ৭ই আগস্ট ১৮১৯ সালে শুরু যুদ্ধের পরিসমাপ্তি হিসেবে যখন তখনকার নিউ গ্রানাডা স্পেন থেকে তাদের স্বাধীনতা পেয়েছিল। কলম্বিয়ার কিছু টুইটার ব্যবহারকারী ২০০তম বার্ষিকী আর গুগলের এই দিনটি স্মরণে প্রকাশিত লোগোর (ডুডলের) ব্যাপারে প্রতিক্রিয়া জানান।