গল্পগুলো আরও জানুন পোল্যান্ড মাস এপ্রিল, 2012
ভিডিওঃ অলাভজনক ভিডিও নির্মাতারা, তাদের পুরস্কার বিজয়ী ভিডিওর মাধ্যমে নিজেদের কাজ তুলে ধরছে
ষষ্ঠ বার্ষিক অলাভজনক ডুগুডার নামক ভিডিও পুরস্কার-এর বিজয়ীদের নাম ৫ এপ্রিল ২০১২-এ ঘোষণা করা হয়েছে। নীচে চারটি বিভাগের পুরস্কার বিজয়ী চারটি ভিডিও তুলে ধরা হল; এগুলো হচ্ছে, ক্ষুদ্র, মাধ্যম এবং বৃহৎ প্রতিষ্ঠান, সেরা কাহিনীর ভিডিও এবং শঙ্কাহীন ভিডিও নির্মাণ বিভাগের চারটি পুরস্কার।