গল্পগুলো আরও জানুন পূর্ব ও মধ্য ইউরোপ মাস মার্চ, 2010
ক্রোয়েশিয়া: নতুন প্রেসিডেন্ট, নতুন পথ
গত ১৮ই মার্চ ইভো জোসিপোভিক পরপর দুইবার প্রেসিডেন্ট থাকা স্টেপান মেসিককে সরিয়ে ক্রোয়েশিয়ার তৃতীয় প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ক্রোয়েশিয়ানদের কাছ থেকে খোলাখুলি মন্তব্য আসে নি এ নিয়ে যখন তারা অপেক্ষা করছেন দেখার জন্য যে নতুন নেতৃত্ব অর্থনৈতিক সমৃদ্ধি আর স্থিতি আনতে পারে কিনা।