গল্পগুলো আরও জানুন ক্রোয়েশিয়া মাস জুন, 2011
ক্রোয়েশীয়াঃ ইউরোপীয়-ইউনিয়নের সদস্যপদ অনুমোদন
১০ জুন, ২০১১-এ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানায় ক্রোয়েশিয়াকে, ইউনিয়নের নবীনতম সদস্য হিসেবে গ্রহণ করতে ইইউ-এর আর কোন বাধা নাই । আনুষ্ঠানিকভাবে ইইউ-এর সদস্যপদ পেতে ক্রোয়েশীয়াকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে, আর যে মুহূর্তে এই সদস্যপদ লাভের ঘটনা ঘটতে যাচ্ছে, সে সময়টা অনেক আশঙ্কাজনক, যা অনেক হতাশার জন্ম দিয়েছে। মিকুয়েল হুডিন-এই ঘটনার উপর সংবাদ প্রদান করছে।