গল্পগুলো আরও জানুন ক্রোয়েশিয়া মাস জুলাই, 2010
ক্রোয়েশিয়া: পুলিশ জাগরেবে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ পণ্ড করেছে
ক্রোয়েশিয়ার পুলিশ আজকে (১৫ই জুলাই, ২০১০) জাগরেবের কেন্দ্রে সরকারী জমি দখলের প্রতিবাদে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ পণ্ড করেছে এবং ১১জন বিপ্লবীকে গ্রেফতার করেছে। #ভার্সাভস্কা নামক রাস্তার নামে টুইটার অ্যাকাউন্ট এই প্রতিবাদের সংবাদ এবং চিত্রের জন্যে প্রধান উৎস হয়ে দাঁড়ায় এর পরে।