গল্পগুলো আরও জানুন পূর্ব ও মধ্য ইউরোপ মাস এপ্রিল, 2013
চেক রিপাবলিক: অস্ত্রাভা শহর থেকে নিজেদের উচ্ছেদ হবার প্রক্রিয়া রুখে দিল যাযাবর রোমারা
প্রেন্দনাদ্রাজি নামক অস্ত্রাভা শহরের একটি ছোট্ট পাড়া এই গ্রীষ্মে ছিন্নমূলদের বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে সংগ্রামের প্রধান ক্ষেত্রে পরিণত হয়। ডানিয়েলা কান্তোরোভা এই এলাকার ইতিহাস এবং এর বাসিন্দাদের ক্রমাগত সংগ্রামের কথা লিখেছেন।