গল্পগুলো আরও জানুন মায়ানমার (বার্মা) মাস নভেম্বর, 2011
মিয়ানমার: সু চীর মুক্তির এক বছর পর
মিয়ানমারের গণতন্ত্রের প্রতিভূ অং সাং সু চির কারাগার থেকে মুক্তির এক বছর অতিক্রান্ত হল। নেটিজেনরা কি ভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন? সরকার কি সু চির সংবাদ প্রকাশের বিষয়ে সেন্সরশীপ আরোপ করেছিল? তাঁর রাজনৈতিক পরিকল্পনাগুলো কি? মিয়ানমারের রাজনীতিতে সু চীর অব্যাহত গুরুত্বের বিষয়ে বার্মিজ ব্লগে প্রকাশিত নিবন্ধ কে গ্লোবাল ভয়েসেসের লেখক তান অনুবাদ করেছেন।