গল্পগুলো আরও জানুন মালয়েশিয়া মাস আগস্ট, 2012
মালয়েশিয়াঃ সেলাঙ্গর রাজ্য জল সঙ্কটের সম্মুখীন
মালয়েশিয়ার সবচাইতে সমৃদ্ধশালী রাজ্য সেলেঙ্গর শীঘ্রই জল সঙ্কটের সম্মুখীন হতে পারে। জল সুবিধা বণ্টনকারী সংস্থা ঘোষণা করে যে পরিষ্কার জলের মজুদ জনিত অভাব থাকায় জল রেশনিং ব্যবস্থা শুরু করতে হতে পারে। রাজ্য সরকার কোম্পানিকে এই বলে দোষারোপ করছে যে কোম্পানিটি এ ইস্যুটিকে তাঁদের আরো বেশি মুনাফার জন্য ব্যবহার করছে।