গল্পগুলো আরও জানুন লাওস মাস অক্টোবর, 2009
টাইফুন কেটসানা দক্ষিণ পূর্ব এশিয়াকে বিপর্যস্ত করেছে
দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে কেটসানা নামক টাইফুন ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। এই টাইফুন ফিলিপাইনসে এক গুরুতর বন্যার সৃষ্টি করে যা ৩০ লক্ষ লোককে আক্রান্ত করেছে। এটি কেন্দ্রীয় ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া এবং দক্ষিণ লাওসের লক্ষ লক্ষ লোককে গৃহহীন করেছে।