গল্পগুলো আরও জানুন হং কং (চীন) মাস নভেম্বর, 2012
হংকং: গাজার সঙ্গে সংহতি প্রকাশ করে শান্তিপূর্ণ বিক্ষোভ
এই সপ্তাহের শুরুর দিকে গাজায় ইজরায়েলী বিমান আক্রমণে ক্ষোভ প্রকাশ করে এবং গাজার ভুক্তভোগীদের প্রতি সংহতি জানিয়ে আগামী রবিবার (১৮ই নভেম্বর, ২০১২) একটি শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজন করেছে হংকং-এর শান্তি কর্মীরা।