· আগস্ট, 2012

গল্পগুলো আরও জানুন হং কং (চীন) মাস আগস্ট, 2012

হংকং: টাইফুনের প্লাস্টিক বড়ি পরিষ্কারের জন্য নাগরিকদের পদক্ষেপ

  28 আগস্ট 2012

২০১২ সালের ২৩ জুলাই, হংকং-এ টাইফুন ভিসেন্তের সময় সিনোপেক দ্বারা প্রস্তুতকৃত ১৫০ টনেরও বেশি প্লাস্টিক বড়ি সমুদ্রে ফেলে দেয়া হয়েছিল। যাহোক, স্থানীয় সৈকতে প্লাস্টিক বড়ি না পাওয়া পর্যন্ত হংকং সরকার জনগণকে এ বিষয়ে জানানো বা দূষণ রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ কোনটিই করে নি।