গল্পগুলো আরও জানুন হং কং (চীন) মাস আগস্ট, 2010
ফিলিপাইন্স: জিম্মি নাটক সংঘর্ষের মাধ্যমে শেষ হয়েছে
ফিলিপাইন্স এর রাজধানী ম্যানিলাতে দশজন মানুষ মারা যান এক জিম্মি নাটকে যখন এক ভূতপূর্ব পুলিশ অফিসার সোমবার (২৩শে আগস্ট, ২০১০) সকালে একটি পর্যটক বাস ছিনতাই করে। ফিলিপিনো নেট নাগরিকেরা ক্ষুব্ধ, দু:খিত এবং অসন্তুষ্ট। এখানে রয়েছে অনলাইনে করা কিছু মন্তব্য।