গল্পগুলো আরও জানুন ক্যাম্বোডিয়া মাস জানুয়ারি, 2011
কম্বোডিয়ায় ব্লগস্পট ব্লগগুলো বন্ধ করে দেওয়া হয়েছে
কম্বোডিয়ার আইএসপিগুলো সরকার বিরোধী জনপ্রিয় ব্লগ কেআই মিডিয়া ব্লগ বন্ধ করতে গিয়ে সমস্ত ব্লগস্পট ব্লগ ব্যান করে দিয়েছে। পরবর্তীতে এ ব্লগকে "খুলে" দেওয়া হয়েছে কিন্তু দেশটির এ নজীরবিহীন অনলাইন নিষেধাজ্ঞার বিষয়ে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছে।