গল্পগুলো আরও জানুন কিরগিজস্তান মাস নভেম্বর, 2012
কিরগিজস্তানের কনে অপহরণকারীরা কঠোর শাস্তির মুখোমুখি হবে
যদিও কিরগিজস্তানে কনে অপহরণ এক শাস্তিযোগ্য অপরাধ, তারপরেও দেশটির অনেক পুরুষ বিয়ের জন্য মেয়েদের অপহরণ করার মত কাজ করে যাচ্ছে। সম্প্রতি কিরগিজ সংসদ এই ধরনের ঘটনায় কঠোর শাস্তির বিধান চালু করেছে। এখন দেশটিতে কোন নারীকে অপহরণ করা এবং তাকে জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করা, প্রায় একটি ভেড়া চুরি করার মত গুরুতর অপরাধের সমান।