গল্পগুলো আরও জানুন কাজাখস্তান মাস ফেব্রুয়ারি, 2010
কাজাখস্তান: শিশু এবং রাষ্ট্রপতির ভাষণ সম্বন্ধে
কাজাখস্তানের ব্লগাররা শিশু এবং জাতির উদ্দেশ্য দেওয়া দেশটির রাষ্ট্রপতির বাৎসরিক ভাষণ নিয়ে আলোচনা করছে। শিশুদের নিয়ে আলোচনার বিষয়টি সম্ভবত ক্যাসি জনসনের মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে সূত্রপাত হয়েছে। ক্যাসি জনসন বহুজাতিক ওষুধ কোম্পানী জনসন এন্ড জনসনের উত্তরাধিকারিণী ছিলেন। তার মেয়ে আভা মনরোকে ২০০৭ সালে কাজাখস্তান থেকে দত্তক নেওয়া হয়।