· জানুয়ারি, 2013

গল্পগুলো আরও জানুন প্রতিবাদ মাস জানুয়ারি, 2013

বাংলাদেশ: ধর্ষণের পর হত্যা করা হলো আদিবাসী নারীকে

  1 জানুয়ারি 2013

বাংলাদেশে আবারো ধর্ষণের পর হত্যার শিকার হলেন এক আদিবাসী নারী। এই ঘটনাটি ঘটেছে রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বড়ডলু গ্রামে। মেয়েটির নাম খুমাচিং মারমা। তার বয়স মাত্র ১৪ বছর। অষ্টম শ্রেণিতে পড়তো। বাড়ি থেকে মাত্র ২০০ থেকে ৩০০ গজ দূরে পাহাড়ের ঢালুতে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।