গল্পগুলো আরও জানুন প্রতিবাদ মাস ডিসেম্বর, 2010
পাকিস্তান: আসিয়া আর আফিয়া – দুইজন পাকিস্তানী নারীর গল্প
যখন পুরো বিশ্ব আসিয়া বিবির ধর্মের প্রতি অসম্মান জানানোর ঘটনায় গভীর ভাবে নাড়া খেয়েছে, পাকিস্তানিরাও এই বিতর্কিত বিষয় নিয়ে একই ভাবে বিব্রত। জাতির মনে পড়ছে ডঃ আফিয়ার কথা আর পাকিস্তানী মিডিয়া আর নাগরিকরা এই দুজনের তুলনা করছে যেহেতু দুটো ঘটনাই সাম্য আর ন্যায়ের ধারনাকে অস্বীকার করে।