গল্পগুলো আরও জানুন ছবি তোলা মাস নভেম্বর, 2009
বাংলাদেশ: চীনের চাপে ঢাকাতে তিব্বত বিষয়ক এক ছবি প্রদর্শনী বন্ধ হয়েছে
স্টুডেন্ট ফর ফ্রি তিবেত, বাংলাদেশ (এসএফটিবিডি)" এবং ফটো এজেন্সি দৃক বাংলাদেশ রাজধানী ঢাকায় তিব্বতের উপর একটি ছবি প্রদর্শনীর আয়োজন করেছিল। চীনা দুতাবাস এই প্রদর্শনীটি বন্ধ করে দেবার অনুরোধ জানায় এবং পরে প্রদর্শনীর ব্যাপারে বিভিন্ন দিক থেকে নানা ধরনের হুমকি আসতে থাকে। গত পহেলা নভেম্বর, ২০০৯ পুলিশ উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিয়েছে।