গল্পগুলো আরও জানুন সাহিত্য মাস অক্টোবর, 2012
মেক্সিকো: জেল থেকে লেখা
এনরিকে আরান্দা ওচোয়া জেল থেকে সাহিত্য চর্চা করছেন। ১৯৯৭ সালে অপহরণের অভিযোগে ৫০ বছরের কারাদণ্ডে দণ্ডিত এনরিকে জেলে বসে ছয়টি উপন্যাস লিখে তার সময় কাটিয়েছেন এবং বিভিন্ন সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। মায়াদের রহস্য নিয়ে লেখা তার সর্বশেষ বইটির একটি ইলেকট্রনিক সংস্করণ কেনার জন্যে পাওয়া যাচ্ছে।