· জুন, 2011

গল্পগুলো আরও জানুন সাহিত্য মাস জুন, 2011

ই ডে: সেলিব্রেটিদের প্রিয় শব্দ আবিষ্কার

গায়িকা শাকিরা, অভিনেতা গেল গার্সিয়া বার্নেল, পাচক ফেররান আদ্রিয়া এবং লেখক মারিয়ো ভার্গাস ইয়োসা এদের মধ্যে মিল কোথায়? তারা এবার ৩০ জন সেলিব্রেটির একটি দলের অংশ, যারা ভিডিওর মাধ্যমে তাদের প্রিয় স্প্যানিশ শব্দের কথা জানাচ্ছে। সারভেন্তাস ইন্সটিটিউট নামক প্রতিষ্ঠানের ই ডে নামক বিশেষ দিবস উদযাপনের এক উদ্যোগ হিসেবে এই ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।