গল্পগুলো আরও জানুন কৌতুক মাস জানুয়ারি, 2012
ভারতঃ নিরপেক্ষ নির্বাচন-এর জন্য এক কৌতূহলজনক মূর্তি আবৃত করার ঘটনা
সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশন, উত্তর প্রদেশের নির্বাচনে, প্রদেশটির বর্তমান মূখ্যমন্ত্রী মায়াবতী মূর্তি সহ এবং তাঁর দলের নির্বাচনী প্রতীক হাতির সকল মূর্তি ১১ জানুয়ারি ২০১২ তারিখের মধ্যে ঢেকে ফেলার আদেশ প্রদান করেন। নেট নাগরিকরা এই ঘটনায় তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।