গল্পগুলো আরও জানুন মানবতামূলক কার্যক্রম মাস জুন, 2013
অব্যক্ত সিরিয়াঃ জাতি গঠনে মুক্তি থেকে সৃজনশীলতায় রাক্কা শিক্ষা
মার্চ ২০১৩ তে রাক্কা থেকে সিরিয় সৈন্যদের অপসারণের পর শহরটি প্রচন্ড জ্বালানি সংকটের ভোগান্তিতে পরে। বিশেষকরে সরকারি কাজকর্মগুলোতে। অব্যক্ত সিরিয়া সেই সব অল্পবয়সী কর্মীদের কথা বর্ণনা করছে যারা লক্ষ লক্ষ সিরিয়বাসির স্বপ্ন নির্মাণে অনেক প্রচারভিযান ও উদ্যোগে নেতৃত্বে দিয়েছে।