গল্পগুলো আরও জানুন মানবতামূলক কার্যক্রম মাস এপ্রিল, 2011
আইভরি কোস্ট: টুইটার হ্যাশট্যাগের মাধ্যমে মানবিক সাহায্যের জন্য আবেদন
আইভরি কোস্টের এই বিপর্যয়ের মাঝেও টুইটার হ্যাশট্যাগ # সিভ২০১০ দেশটির প্রয়োজনীয় তথ্য সরবরাহের এক উৎসে পরিণত হয়। তবে অনেক টুইটার ব্যবহারকারী জোরালো কণ্ঠে অভিযোগ করছে যে এই হ্যাশট্যাগটি দ্রুত টু্ইটারে উভয় দলের সমর্থকদের পরস্পরকে হামলার এক ক্ষেত্রে পরিণত হয়। এই প্রেক্ষাপটে মানবিক সাহায্যের আবেদনের জন্য #সিভসোশাল নামে নতুন এক হ্যাশট্যাগ তৈরি করা হয়েছে।