গল্পগুলো আরও জানুন স্বাস্থ্য মাস নভেম্বর, 2011
ইয়েমেন: উপরাষ্ট্রপতি হাদি, যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশ্য দেশত্যাগ করেছে!
আজকে ইয়েমেনের সব পত্রিকার প্রধান শিরোনাম ছিল “উপরাষ্ট্রপতি আব্দু রাব্বু মানসুর হাদির হঠাৎ করে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগের বিষয়টি”। ঘটনাক্রমে হাদির এই যাত্রার ফলে জিসিসি-এর প্রস্তাবিত রাজনৈতিক সংস্কার চুক্তির বিষয়টি বাঁধা গ্রস্ত হল। এই চুক্তি ইয়েমেন মোটেও জনপ্রিয় নয়, যা মাসের পর মাস ধরে ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ জাতির কাছে তুলে ধরার চেষ্টা করেছে। নুন আরাবিয়া এই বিষয়ে আরো বিস্তারিত সংবাদ প্রদান করছে।