গল্পগুলো আরও জানুন নির্বাচন মাস মার্চ, 2011
গুয়াতেমালা: রাষ্ট্রপতির পত্নী আগামী নির্বাচনে নিজেকে রাষ্টপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে
৮ মার্চ তারিখে, গুয়াতেমালার রাষ্ট্রপতির পত্নী সান্ড্রা টোরেস ঘোষণা দেন যে তিনি আগামী নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। এই সংবাদে তার সমালোচকরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার প্রতি কঠোর মন্তব্য করে। তার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দিতার ক্ষেত্রে ব্লগাররা মূলত দুটি বিষয়ের উপর মনোযোগ প্রদান করছে; সংবিধানের এক অনুচ্ছেদ, যার কারণে সে উক্ত পদে আইনত প্রার্থী হতে পারে না, এবং তার তার সামজিক একত্রীকরণ কর্মসূচি।