গল্পগুলো আরও জানুন নির্বাচন মাস এপ্রিল, 2010
ইন্দোনেশিয়া: ভূতপূর্ব প্লেবয় মডেল রাজনীতিতে এসেছেন
ইন্দোনেশিয়াতে ভূতপূর্ব এক প্লেবয় মডেল পূর্ব জাভানিজ রিজেন্সি প্যাচিটানের ভাইস রিজেন্ট হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন এবং বহি রাজনৈতিক দলের সমর্থন পেয়েছেন। বিশ্বের এই মুসলমান প্রধান দেশে এই ব্যাপারটি আলোড়ন সৃষ্টি করেছে। ব্লগার এবং নেট নাগরিকরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে।