গল্পগুলো আরও জানুন দুর্যোগ মাস জুন, 2012
কাতার: শপিং মল এ প্রাণঘাতী অগ্নিকাণ্ড
২৮ মে তারিখে দোহা’র ভিলাজিও মল এ একটি ছড়িয়ে পড়া অগ্নিকান্ডে উনিশ জন মারা যান যাদের মধ্যে তের জন শিশু। এছাড়াও সতের জন আহত হন। শিশুরা মলটির একটি নার্সারীতে আটকা পড়ে এবং চারজন শিক্ষকসহ তারা ধোঁয়াতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। দু’জন অগ্নিনির্বাপণকর্মী তাদের উদ্ধার করতে গিয়ে মারা যান।