গল্পগুলো আরও জানুন দুর্যোগ মাস জুলাই, 2011
ভারতঃ সন্ত্রাসের ঘটনার পর মুম্বাইয়ের আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা
আজ সন্ধ্যায় নিয়ন্ত্রণের মাধ্যমে মুম্বাইয়ের তিনটি জনার্কীণ বাণিজ্যিক এলাকায় বোমা বিস্ফোরণ ঘটনো হয়। এই সংবাদটি ছড়িয়ে দিতে এবং আহতদের জন্য সাহায্য চাইতে নেট নাগরিকরা দ্রুত সামাজিক প্রচার মাধ্যমের সহায়তা গ্রহণ করে। এইবার জনতার আরো সম্মিলিত এক প্রয়াস দেখতে পাচ্ছি,যারা টুইটার ছাড়াও, গুগলের স্প্রেডশীট এবং উশাহিদি প্লাটফর্মের মত ক্রাউড সোর্সিং উপাদান ব্যবহার করছে।