গল্পগুলো আরও জানুন উন্নয়ন মাস ফেব্রুয়ারি, 2011
জাপান: নতুন ভূমিচিহ্ন “টোকিও গগণবৃক্ষ” বেড়ে উঠছে
প্রথা অনুযায়ী নতুন বছরের বন্ধের দিনে সৌভাগ্য সূচক কোনো কিছুর সাথে যুক্ত থাকাকে জাপানীরা শুভ মনে করে। নববর্ষের প্রথম দিনে সূর্যোদয়ের দৃশ্য দেখে তারা সুর্যের আশীর্বাদ গ্রহণের চেষ্টা করে এবং একটা ভালো বছরের জন্য মন্দির ও ধর্মীয় স্থানগুলোতে প্রার্থনা করে। এ বছর জাপানের নতুন সৌভাগ্যের প্রতীক "টোকিও গগণ বৃক্ষ"কে জাপানী জনগণ উপভোগ করবে।