গল্পগুলো আরও জানুন তাজা খবর মাস জুন, 2011
ইয়েমেনঃ সালেহ-এর বিষয়ে আসা পরস্পর বিপরীত সংবাদের মাঝে সানায় বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে
আজ বিকেলে ইয়েমেনের রাজধানী সানায় এক বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়, যখন দেশটির রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ সম্বন্ধে পরস্পর বিপরীত সংবাদ ছড়িয়ে পড়ে। একদিকে যখন কয়েকটি সংবাদে শোনা যাচ্ছিল যে তিনি রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়ে গেছেন, অন্যদিকে অন্যরা সংবাদ প্রদান করছিল যে তিনি এই সংঘর্ষে আহত হয়েছেন। এমনকি অনেকে তার মৃত্যুর সংবাদ পর্যন্ত ঘোষণা করে।