গল্পগুলো আরও জানুন তাজা খবর মাস জানুয়ারি, 2012
ইয়েমেন; সালেহকে কি যুক্তরাষ্ট্র ভিসা প্রদান করবে?
সম্প্রতি টুইটারদের মধ্যে এক গুঞ্জন শুরু হয়, যা মূলত বর্তমানে দেশটির অলঙ্কারিক রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ-এর যুক্তরাষ্ট্রের সফরের পরিকল্পনার ভিত্তিতে শুরু হয়। নেটনাগরিকরা, সালেহ-কে ভিসা প্রদান করার বিরুদ্ধে এক সতর্কতা। এই প্রবন্ধে এই বিষয়ে টুইটারকারীদের প্রতিক্রিয়া একত্রিত করা হয়েছে।