কেনডো ১০১ঃ জাপানী তলোয়ারবাজী শেখার প্রাথমিক গাইড

A kendo match.

একটি কেনডো খেলা। ছবি ফ্লিকার ব্যবহারকারী ভিনসেন্ট ডায়ামান্টের। সিসি:বাই-এসএ ২.০ এর অধীনে ব্যবহার করা হয়েছে।

কেনডোকে প্রায়শই তলোয়ারের মাধ্যম হিসেবে উল্লেখ করা। আধুনিক জাপানের এক মার্শাল আর্ট যা সারা বিশ্বের অজস্র মানুষের হৃদয় জয় করেছে। এই নির্দেশিকা কেনডোর এক সংক্ষিপ্ত পরিচিতি, এর ইতিহাস, এর আনুসাঙ্গিক সারঞ্জাম, নিয়ম ও অনুশীলনের ক্ষেত্রে যে চেতনা বা স্পিরিটি সেটা তুলে ধরেছে।

সামুরাই তরবারি চালানো পদ্ধতি থেকে কেনডোর উৎপত্তি, এটা ফেন্সিং বা অন্য তলোয়ারবাজী খেলার মত নয়, কেনডোতে কেবল শারীরিক সক্ষমতার ক্ষেত্রে জোর দেওয়া হয় না সেই সাথে মানসিক শক্তি, সৌজন্য প্রদর্শন বা আত্মনিয়ন্ত্রণের প্রতিও গুরুত্ব দেওয়া হয়।

কেনডোতে যারা অংশগ্রহণ করে তাদের বলা হয় কেনডোকা। তারা নিরাপত্তা সারঞ্জাম পড়ে ও এক বিশেষ তলোয়ার ব্যবহার করে যাকে বলে শিনাই আর তারা এক নিয়ন্ত্রিত সময়ের মধ্যে খেলা শেষ করে।  

কেনডোর এক সংক্ষিপ্ত ইতিহাস

 

Kendo in the early Meiji period (1873).

মেইজি যুগের শুরুতে (১৮৭৩ সালে) কেনডো খেলা। উইকিমিডিয়ার মাধ্যমে পাওয়া পাবলিক ডোমেইন ইমেজ।

কেনডোর শিকড় জাপানের সামন্তযুগে খুঁজে পাওয়া যায়, ইডো যুগ (১৬০৩ থেকে ১৮৬৮) ছিল এমন এক যুগ যে সময় স্থায়িত্ব, নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল এর বৈশিষ্ট্য, যে সময় সামুরাই যোদ্ধারা বিভিন্ন ধরণের তলোয়ার যেমন কেনজুৎসু চালানো শিখত। এই সময়ে তলোয়ার চালানো স্কুল দোজো নিজেদের শিক্ষাসূচি গঠন করে বা এই শিক্ষাসূচিকে আনুষ্ঠানিকতায় রূপ দেয় ও তাদের শারীরিক দক্ষতার প্রশিক্ষণ প্রদানের সাথে কঠোর নিয়মানুবর্তীতা এবং আচরণ শিক্ষা দেয়।

আজও কেনডো আধুনিক ক্রীড়ামানসিকতা ও শিক্ষাকে গ্রহণ করার সাথে সাথে তার সামুরাই ঐতিহ্যকে সম্মান প্রদর্শন করে যাচ্ছে।

আনুসাঙ্গিক সারঞ্জাম শিনাই ও বাগু

কেনডো যারা অনুশীলন করে তাঁরা বিশেষ কিছু সারঞ্জাম ব্যবহার করে যাতে অনুশীলন ও খেলার সময় নিরাপদে থাকা যায়।

Shinai: শিনাইঃ শিহনাই হচ্ছে এক ধরনের হালকা তলোয়ার যা চারটি বাঁশের টুকরা একসাথে বেধে তৈরি করা হয়, এটি জাপানি একট শব্দ শিনাউ থেকে এসেছে যার মানে নমনীয় বা সহজে বাকানো যায়, কাঠের তলোয়ারের তুলনায় এর গঠন অনেক নমনীয় আর এটি তুলনামূলক নিরাপদে ভাবে আঘাত করার সুযোগ দেয়। শিনাই এর আকৃতি ও নকশা কাটানা তলোয়ারের মত করে বানানো। কাটানা হচ্ছে জাপানের এক তলোয়ার যা দেখতে বাঁকানো, খুব ধারালো একধারী ব্লেড, এর প্রান্তে একটা তার যুক্ত থাকে যাকে বলে মাইন (উপরে) এর উলটো দিকে ইয়াইবা হচ্ছে তলোয়ারের ধারালো অংশ।

A complete bogu set of protective gear.

নিরাপত্তার সারঞ্জাম, একটি সম্পূর্ণ বোগু সেট। সিসিঃ বাই এসএ ৩.০ আনপোর্টেড এর অধীনে ছবি উইকিমিডিয়ায় আপলোড করা হয়েছে।

বোগু (防具):কেনডোর জন্য সর্তকতা হিসেবে একগুচ্ছ নিরাপত্তা বর্ম। এর বাম দিকে, এতে বেশ কিছু অংশ যোগ করা হয়েছে। :

মেন (面): একটা ধাতব গ্রীল যুক্ত এক হেলমেট বা শিরস্ত্রাণ যাতে মুখ রক্ষা পায়, আর মুখ ও ঠোঁটের সুরক্ষার জন্য এর পাশে প্যাড যুক্ত করা হয়েছে।

ডো (胴): মাথা বা ধড়কে নিরাপত্তা দেয় এমন এক উপাদান যা বাঁশ বা সিনথেটিক সামগ্রী দিয়ে তৈরি।

কোটে (小手): ঘন প্যাড দিয়ে বানানো এক ধরনের দস্তানা যা হাত ও কব্জিকে রক্ষা করে।

টারে (垂れ): হাটু ও পায়ের রক্ষার জন্য একগুচ্ছ নিরাপত্তা সামগ্রী যা একই সাথে অংশগ্রহণকারীর নাম প্রদর্শন করে।

কেনডোর নিয়ম

কেনডো খেলা হয় দুজনের মাঝে যে খেলায় প্রতিদ্বন্দ্বীরা যথাযথ নিয়মে সময় মেনে ও বুঝে এবং কেনডোর চেতনায় প্রতিপক্ষের বিশেষ বিশেষ এলাকায় আঘাত করে পয়েন্ট অর্জনের জন্য।

সঠিক জায়গায়গুলো হলো মেন (মাথা), ডো বা ধড়ের দুইপাশ, কোটে(কব্জি)এবং টুসকি (গলা)।

কেবলমাত্র তখন কেউ নম্বার অর্জন করবে যখন সঠিক জায়গায়, নিখুঁত ভাবে এবং কেনডোর এক চেতনাযুক্ত শব্দ কিয়াই উচ্চারণের মাধ্যমে আঘাত করবে, কিয়াই হচ্ছে এমন এক শব্দ যা উচ্চারণ করার সাথে কেনডোর খেলোয়াড়ের পুরো শরীর শক্তিতে ভরে ওঠে আর সেই মুহুর্তে কেনডোর চেতনা একদম তাঁর মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে।

প্রতিটি খেলা পাঁচ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে, আর যে প্রথম দুই পয়েন্ট অর্জন করে সেই বিজেতা। নীচে একটি ভিডিও দেখানো হলো যাতে কেনডোর নিয়মকানুন ব্যাখ্যা করা হয়েছে: 

কেনডোর চেতনা; কেনডো হচ্ছে শারীরিক এক লড়াই এর চেয়ে বেশী কিছু

কেনডোকে প্রায়শই খেলার চেয়ে বেশী কিছু হিসেবে বর্ণনা করা হয়েছে -এটা জীবন যাপনের এক উপায়। কেনডোর মূলে রয়েছে রেইগি নামের ধারণা (礼儀, শিষ্টাচার) ও শিন গি তাই ( 心技体, মন, কৌশল ও শারীরিক সমন্বয়). কেনডো ক্রীড়ায় যারা অংশ নেয় তাঁদের অবশ্য শিখতে হয় কি ভাবে আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রচণ্ড চাপের মাঝেও শান্ত থাকতে হবে, মানবতাকে জাগিয়ে তুলতে হবে ও অন্যকে শ্রদ্ধা করতে হবে।

ইপপনে (一本) চিন্তা, এক নিখুঁত আঘাতের মাধ্যমে নাম্বার অর্জন করা, একই সাথে বস্তুগত কৌশল ও ব্যক্তিগত চরিত্রে নিখুঁত হওয়ার এক প্রতীক। কেনডো ধৈর্য, অধ্যবসায় এবং ক্রমাগত আত্ম-উন্নয়নের শিক্ষা প্রদান করে।

যারা কেনডো শিক্ষা লাভ করতে আসে তাদের জন্য প্রথম শিক্ষা হলো কীভাবে শিনাই ধরে থাকতে হবে, তাদের মৌলিক ভাবে সব কিছু শেখানো হয় এবং সঠিক ভাবে আঘাত করার প্রতি মনোযোগ প্রদান করার শিক্ষা দেওয়া হয়।প্রশিক্ষণ শুরু হয় কিহোন (基本), মৌলিক অনুশীলন) এর মধ্যে দিয়ে, যার মধ্যে থাকে কাটা অনুশীলন। এর পরে (型),প্রস্তুতি পর্ব আয়োজন করা হয় অথবা এক বিশেষ ধারার মত করে শেখানো হয়।

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা একই সাথে দোজোর প্রথা সম্বন্ধে শিক্ষা লাভ করবে যেমন নত হওয়া এবং যথাযথ পরিচ্ছদ পরিধান করা, যা কিনা কেনডোর শিক্ষার এক সংযুক্ত অংশ। এতে শারীরিক ভাবে সক্ষম থাকার আবেদন অনেক জোরালো তবে অংশগ্রহণকারীরা প্রায়শ আবিষ্কার করে এতে একই সাথে প্রাপ্তি লাভ ঘটে মানসিক শক্তির বিকাশ ও পারস্পরিক আস্থার।

Kendo practitioners.

Kendo practitioners Image from Flickr user Fred Dunn under CC: BY-NC 2.0.

আধুনিক সমাজে কেনডোর ভুমিকা

কেনডো একই সাথে প্রচলিত মূল্যবোধকে সংরক্ষণ করে আধুনিক জীবনকেও গ্রহণ করেছে। জাপানের অনেক স্কুল তাঁদের শারীরিক শিক্ষা কর্মসূচিতে কেনডো খেলাকে যুক্ত করেছে। সারা বিশ্বে কেনডো ক্লাবগুলো সকল বয়সের ও শ্রেণী পেশার নাগরিকদের এই খেলায় স্বাগত জানায়। .

এই খেলা স্বাস্থ্য, চরিত্র গঠন আন্তর্জাতিক বন্ধুত্বকে তুলে ধরে, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহণকারীকে প্রতিযোগিতা ও সাংস্কৃতি বিনিময়ের সুযোগ করে দেয়।

অল জাপান কেনডো ফেডারেশন এই বিষয়ে গুরুত্ব দেয় যে এই খেলা নিছক এক তলোয়ারবাজীর চেয়ে বেশী কিছু; এটা আত্ম-উন্নয়নের এক পথ ও সাংস্কৃতিক উপলব্ধির এক অংস যা অংশগ্রহণকারীকে কাটানা নামের তলোয়ার খেলায় নীতি প্রয়োগের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ করে। যদিও অংশগ্রহণকারীরা এতে শারীরিক চর্চার মেতে ওঠে তারপরেও মানসিক শৃঙ্খলা অথবা তাঁরা জাপানের ঐতিহ্যের আরও গভীর এক দর্শনকে বুঝতে পারে, অনুশীলনকারীদের কেনডো এক বহুমাত্রিক চর্চার মাধ্যমে অর্জনের সুযোগ প্রদান করে দেয় ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .