গণমাধ্যম পর্যবেক্ষকের তথ্য আখ্যানঃ দেশ প্রতিবেদন

চিত্র নির্মাতা জিয়োভানা ফ্লেক, সম্মতির সাথে ব্যবহৃত।

চিত্র নির্মাতা জিয়োভানা ফ্লেক, সম্মতির সাথে ব্যবহৃত।

গত বছরে, নাগরিক গণমাধ্যম পর্যবেক্ষক তাদের উপাত্ত আখ্যান প্রকল্পের সাহায্যে ব্রাজিল, এল সালভাদর, ভারত, তুরস্ক এবং সুদানে একটি গবেষণা পরিচালনা করে দেশগুলোতে উপাত্ত প্রশাসন নিয়ে বিতর্কগুলো সম্পর্কে জানার জন্য।

এই গবেষণা প্রকল্পের উদ্দেশ্যে আমরা টিম ডেভি'র সাহিত্য পর্যালোচনায় বর্ণিত উপাত্ত প্রশাসনের সংজ্ঞাকে বেছে নেইঃ

উপাত্ত প্রশাসন ব্যক্তিগত এবং/অথবা অ-ব্যক্তিগত তথ্য সংগ্রহ, পরিচালনা, বিশ্লেষণ, ব্যবহার, ভাগ এবং নিষ্পত্তির সাথে সম্পর্কিত নিয়ম, প্রক্রিয়া এবং আচরণের সাথে সম্পর্কিত। ভালো উপাত্ত প্রশাসনের উচিত প্রাসঙ্গিক তথ্য চক্রের প্রতিটি পর্যায়ে সুবিধাগুলি প্রচার করা এবং ক্ষতি হ্রাস করা।

প্রতিবেদনগুলি পাঁচটি দেশ জুড়ে কথোপকথনকে রূপদানকারী উপাত্ত আখ্যান এবং পাল্টা-আখ্যানগুলিকে ঠেকাতে উপাত্ত প্রশাসনের জটিলতা পরীক্ষা করে। তদন্তে তথ্যের অপব্যবহার, তথ্যের হেরফের করা এবং এবং কি কারনে বিভিন্ন রাজনৈতিক দল তথ্য সংরক্ষণ ও বণ্টন করে থাকে এগুলো উঠে এসেছে। নিম্নে বর্ণিত বিষয়গুলো প্রতিটি পরীক্ষিত দেশগুলোতে উপাত্ত শাসনের আখ্যান হিসেবে বিরাজমানঃ

  • জনসাধারণের তথ্য নিয়ে সরকারের স্বচ্ছতার অভাব
  • নিরাপত্তা জনিত ঘটনা গুলোকে সঠিক ভাবে চিহ্নিত এবং প্রকাশ করতে না পারার ব্যর্থতা
  • জাতীয় সম্পদ থেকে লাভবান হওয়ার জন্য নব্য-ঔপনিবেশিক নীতি দিয়ে শোষণ
  • সরকারি-বেসরকারি অংশীদ্বারিত্ব নিয়ে ভুল উপস্থাপনা যে তারা দেশের জন্য উপকারী – যদিও তারা তারা প্রাথমিকভাবে কর্পোরেট স্বার্থকে এগিয়ে নিয়ে যায়।
  • নীতি এবং অন্যান্য রাজনৈতিক এজেন্ডাকে ঘিরে আখ্যান নিয়ন্ত্রণ করতে ডিজিটাল কর্তৃত্ববাদের ব্যবহার

আমাদের অনুসন্ধানগুলি এই উপসংহারে পৌঁছেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্রিপ্টোকারেন্সির মতো উদীয়মান প্রযুক্তিগুলি পর্যবেক্ষণ করা দেশগুলির জন্য অনন্য নিয়ন্ত্রক এবং প্রশাসনিক সমস্যা তৈরি করে। পরীক্ষা করা প্রতিটি দেশ বিভিন্ন উপায়ে এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেছে। তবে, উপাত্ত প্রশাসন এবং এর থেকে উদ্ভূত নীতিগুলি নিয়ে কথোপকথন প্রায়শই নাগরিকদের স্বার্থকে সমর্থন করার পরিবর্তে তাদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে। সম্পূর্ণ প্রতিবেদনে উপাত্ত প্রশাসন আখ্যান নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল কর্তৃত্ববাদের ব্যবহার একটি সাধারণ থিম হয়ে ওঠে, যা স্বচ্ছতা বৃদ্ধি, উন্নত উপাত্ত সুরক্ষা এবং সুশীল সমাজের উপর নতুন এবং উদীয়মান প্রযুক্তির প্রভাবের বৃহত্তর বিবেচনার প্রয়োজনীয়তার উপর জোর দেয়।

পরীক্ষিত দেশগুলোর রিপোর্ট পড়ুনঃ

ব্রাজিল

এল সালভাদর 

ভারত

তুরস্ক

সুদান

আমরা সকল রিপোর্টের একটি এক পৃষ্ঠার সারাংশ ফাইলও বানিয়েছি। আপনি নাগরিক গণমাধ্যম পর্যবেক্ষকদের তথ্য ব্যাখ্যা সম্পর্কে আরও জানতে এখানে চাপুন। আপনি যদি আমাদের গবেষণা কীভাবে পরিচালনা করা হয়েছে এবং সংগৃহীত তথ্য সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের উন্মুক্ত ডেটাসেট থেকে ঘুরে আসুন।

আমাদের প্রকাশিত গবেষণা থেকে সংবাদগুলো পড়ুনঃ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .