
ভিয়েতনামের হ্যানয়ে একদল জনতা। ছবি: মিগ গিলবার্ট। সূত্র: উইকিপিডিয়া / সৃজনি সাধারণ কৃতজ্ঞতা একইরকম ভাগাভাগি ২.০ জেনেরিক
ভিয়েতনাম দেশে ডিজিটাল অধিকার ও নাগরিক স্বাধীনতা আরো হ্রাসের উদ্বেগ সৃষ্টি করে ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ প্রসারিত করা ডিক্রি ১৪৭ এবং সমিতির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপকারী ডিক্রি ১২৬ প্রয়োগ শুরু করেছে।
ডিক্রি ১৪৭ “রাষ্ট্রবিরোধী, মিথ্যা তথ্য ছড়ানো, জনমনে বিভ্রান্তি সৃষ্টি, অন্যদের হেয় প্রতিপন্ন, [এবং] জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করার” মতো অনলাইন বিষয়বস্তু পোস্টকে অপরাধী করা সাইবার নিরাপত্তা সংক্রান্ত ২০১৮ আইনের বিধানাবলীকে প্রসারিত করে।
ভিয়েতনামে ২৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে কার্যকর নতুন ডিক্রিতে কর্মরত প্রযুক্তি কোম্পানিগুলিকে ব্যবহারকারীদের পরিচয় যাচাই, তথ্য সংরক্ষণ ও কর্তৃপক্ষের অবৈধ বিবেচিত বিষয়বস্তু অপসারণে বাধ্য করা হয়েছে।
মানবাধিকার পর্যবেক্ষক নতুন এই ডিক্রির বিধানগুলি “জনগণের প্রকৃত কোনো নিরাপত্তা উদ্বেগ বা মৌলিক মানবাধিকারকে রক্ষা বা সম্মান করবে না” বলে ভিন্নমতাবলম্বীদেরকে এটির গুরুতর পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছে।
ডিক্রি ১৪৭ অনুসারে “ফোন বা ব্যক্তিগত পরিচয় নম্বরের মাধ্যমে বিদেশী সংস্থা, উদ্যোগ ও ব্যক্তিগত” বহারকারীদের অ্যাকাউন্ট যাচাইয়ের বাধ্যবাধকতার ফলে বেনামে পোস্টের ইচ্ছা পোষণকারী ভিন্নমতাবলম্বীরা গ্রেপ্তারের ঝুঁকিতে পড়বে।
নির্বাসনে বসবাসকারী ভিয়েতনামী কর্মী ত্রান আন কুয়ান ভয়েস অব আমেরিকার সাথে একটি সাক্ষাৎকারে একই উদ্বেগ প্রকাশ করেছেন।
পুলিশী জরিমানা এড়াতে ভিয়েতনামের ভিন্নমতাবলম্বীরা প্রায়শই ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অথবা তাদের সামাজিক গণমাধ্যম অ্যাকাউন্ট যাচাই করে না। তবে এই ডিক্রি অনুসারে ব্যবহারকারীদের সামাজিক গণমাধ্যমে তাদের পরিচয় যাচাই করতে এবং ভিন্নমত প্রকাশকারীদের অবশ্যই ‘খারাপ’ বা ‘রাষ্ট্রবিরোধী’ বিষয়বস্তুর জন্যে নিয়ম লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে।
এএফপি’র সাথে এক সাক্ষাৎকারে হো চি মিন সিটি-ভিত্তিক ব্লগার ও অধিকার কর্মী নগুয়েন হোয়াং ভি উল্লেখ করেছেন নতুন ডিক্রি নিরাপত্তা রক্ষার জন্যে ভিন্নমত প্রকাশ করা এড়িয়ে চলা “স্ব-সেন্সরকে উৎসাহিত করতে পারে – যা শেষ পর্যন্ত দেশে গণতান্ত্রিক মূল্যবোধের সামগ্রিক বিকাশের ক্ষতি করে।”
প্রাক্তন রাজনৈতিক বন্দী লে আনহ হুং একটি গণমাধ্যম সাক্ষাৎকারে উল্লেখ করেছেন বৈধ-অবৈধতার মধ্যে একটি অস্পষ্ট রেখাবিশিষ্ট “মৌলিক স্বাধীনতা লঙ্ঘনের সর্বশেষ লক্ষণ।”
কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিভাগের নগুয়েন তিয়েন মা ব্যবহারকারীদের যাচাই করার প্রয়োজনীয়তার পক্ষে যুক্তি দিয়েছেন। “অ্যাকাউন্ট প্রমাণীকরণ কর্তৃপক্ষকে অ্যাকাউন্টের পিছনের আসল পরিচয় সনাক্ত করতে সহায়তা, লঙ্ঘনের তদন্ত ও পরিচালনায় ভাল সহায়তা করে।”
ডিক্রি ১৪৭ হোটেল, রেস্তোরাঁ, বিমানবন্দর ও অন্যান্য প্রকাশ্য স্থানের মতো প্রকাশ্য ইন্টারনেট সংযোগ পয়েন্টের মালিকদেরও ইন্টারনেট ব্যবহারকারীদের “রাষ্ট্রের বিরুদ্ধে প্রচার” চালানো থেকে বিরত রাখতে বলা হয়েছে। আসক্তি রোধ করতে ইন্টারনেট দোকানে গেমারদের প্রতিদিন মাত্র ১৮০ মিনিট খেলার অনুমতি অপ্রাপ্তবয়স্কদের উপরও গেমিং বিধিনিষেধ আরোপ করেছে।
Viet Nam must respect freedom of expression online. Authorities must withdraw and revise the new Decree 147, which targets social media users and is due to enter into force on 25 December. #FreedomOfExpression #Vietnam pic.twitter.com/MrL3LkA5ab
— Amnesty International USA (@amnestyusa) December 24, 2024
ভিয়েতনামকে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করতে হবে। কর্তৃপক্ষকে ২৫ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীদের লক্ষ্যবস্তু করা নতুন ডিক্রি ১৪৭ প্রত্যাহার ও সংশোধন করতে হবে। #মতপ্রকাশেরস্বাধীনতা #ভিয়েতনাম
সমিতির উপর ডিক্রি ১২৬
এদিকে ডিক্রি ১২৬ কর্তৃপক্ষকে সমিতি গঠনের উপর কঠোর নিয়ম নির্ধারণের পাশাপাশি দেশের বাইরে থেকে তহবিল সংগ্রহের উপর বিধিনিষেধসহ নাগরিক সমাজের কার্যকলাপ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান করে।
মানবাধিকার গোষ্ঠী প্রকল্প ৮৮ প্রকাশিত একটি গবেষণা এই ডিক্রিটি নাগরিক সমাজের গোষ্ঠীগুলির স্বাধীনভাবে কাজ করা আরো কঠিন করে তুলবে বলে উল্লেখ করেছে।
নতুন ডিক্রিটি কোনো সমিতি প্রতিষ্ঠা আরো কঠিন করে তোলার পাশাপাশি সমিতিগুলি প্রতিষ্ঠিত হওয়ার পরে সরকারকে তাদের কার্যকলাপ ও তহবিলের উৎস নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের আরো ক্ষমতা দেয়।
ডিক্রি ১২৬ সরকারকে সমিতি গঠন থেকে মানুষকে বিরত রাখতে এবং সমিতিগুলিকে স্বাধীনভাবে পরিচালনা করা থেকে বিরত রাখতে অবাধ কর্তৃত্ব প্রদান করে।
গত ২৬ নভেম্বর, ২০২৪ তারিখে থেকে কার্যকর এই ডিক্রি অনুসারে কোনো সমিতি ভেঙে দেওয়া বা তাদের কার্যক্রম বন্ধের পরিকল্পনা করলেও তাকে সরকারের অনুমোদন নিতে হবে।
রেডিও মুক্ত এশিয়ার সাথে এক সাক্ষাৎকারে প্রকল্প ৮৮ কর্তৃপক্ষকে “দেশে সমিতিগুলির টুটি চেপে ধরা শক্ত করতে চাওয়া বিকারগ্রস্ত নেতা” বলে অভিযুক্ত করেছে।
Yet another rights abusing decree implemented in #Vietnam – this time, Decree 126 to arbitrarily restrict & shut down civil society associations that the ruling Communist Party doesn't like. Time for international community to stop giving #Hanoi‘s authoritarians a free pass on… pic.twitter.com/N5HaP7Ivr2
— Phil Robertson (@Reaproy) December 17, 2024
#ভিয়েতনামে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পছন্দ না করা নাগরিক সমাজের সমিতিগুলিকে নির্বিচারে সীমাবদ্ধ ও বন্ধ করার আরেকটি অধিকার লঙ্ঘনকারী ডিক্রি ১২৬ বাস্তবায়িত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের #হ্যানয়ের কর্তৃত্ববাদীদের অবাধ অনুমোদন বন্ধ করার সময় এসেছে।