একটি বিষয়বস্তু ভাগাভাগি চুক্তির অংশ হিসেবে মূলত মিয়ানমারের একটি স্বাধীন সংবাদ ওয়েবসাইট ইরাবতীতে প্রকাশিত নিয়েন নিয়েনের এই নিবন্ধটির একটি সম্পাদিত সংস্করণ গ্লোবাল ভয়েসেসে পুনঃপ্রকাশিত হয়েছে।
জুলাই ২০২৪ ছিল মিয়ানমারে হিপ-হপ শিল্পী সামাজিক ন্যায়বিচার সমর্থক ও আইন প্রণেতা কো ফিও জেয়া থাওয়ের মৃত্যুদণ্ড কার্যকরের দ্বিতীয় বার্ষিকী। ইনসেইন কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে অন্য তিনজনের সাথে তার মৃত্যু ৪০ বছরেরও বেশি সময় ধরে মিয়ানমারে বন্ধ থাকা মৃত্যুদণ্ড চালু করেছে। ফেব্রুয়ারি ২০২১ সালে ক্ষমতা দখলকারী জান্তা তাদের হত্যার ন্যায্যতা দিতে সন্ত্রাসবাদের আইন লঙ্ঘনের উল্লেখ করেছে।
কো ফিও জেয়া থাওকে ১৮ নভেম্বর, ২০২১ গ্রেপ্তারের দুই মাস পরে একটি সামরিক আদালতের মৃত্যুদণ্ড প্রদান ছিল নির্দয় ও দ্রুত। গত ২৩ জুলাই অন্য দুই গণতন্ত্রপন্থী: কো হ্লা মিও অং এবং কো অং থু জাওসহ বিশিষ্ট বর্মি-গণতন্ত্রপন্থী ছাত্র আন্দোলন ৮৮ প্রজন্মের ছাত্র নেতা কো জিমির সাথে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মিয়ানমারে বসবাসরত জনগণ জা্নে তাদের মৃত্যুদণ্ড অন্যান্য ভিন্নমতাবলম্বী ও রাজনৈতিক কর্মীদের প্রতি প্রতিশোধ ও একটি সতর্কবাণী। জান্তা তাদের মৃতদেহ বা ছাই তাদের পরিবারের কাছে ফেরত না দিয়ে অসম্মানিত করেছে।
ফাঁসি কার্যকরের আগে কো ফিও জেয়া থাওয়ের স্ত্রী হিপ-হপ শিল্পী মা থাজিন ন্যুন্ত অং আন্তর্জাতিক সম্প্রদায়কে শাসকগোষ্ঠীকে সমর্থন না করে তার স্বামীকে হত্যা করতে না দেওয়ার অনুরোধ করেছিলেন। তখন তিনি পলাতক ছিলেন। জান্তা কো ফিও জেয়া থাওকে আটক করার পর তাকে খুঁজে বেড়াচ্ছিল। তার স্বামীর মৃত্যুদন্ড তাকে ২০২১ সালে একটি অভ্যুত্থানে অবৈধভাবে ক্ষমতা গ্রহণকারী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সংকল্পবদ্ধ করে।
মা থাজিন ন্যুন্ত অং এখন মিয়ানমারের অভিনেতা অং মিন্ট মায়াতের সাথে “সেন্ড ইওর লেটার” এবং “বাই-দ্য-ওয়ে“-এর মতো অনলাইন বিনোদন অনুষ্ঠানগুলি পরিচালনা করেন৷ এর আয় প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন জোগায়। গত বছর তিনি শাসকগোষ্ঠীর উদ্দেশ্যে করা “ইয়াঙ্গুনের দিনগুলির জন্যে আকাঙ্ক্ষা” গানটির স্বত্ব একটি প্রচারণাকে দিয়ে দেন।
তার স্বামীর মৃত্যুদন্ডের দ্বিতীয় বার্ষিকীর আগে ইরাবতীর সাথে একটি সাক্ষাৎকারে মা থাজিন ন্যুন্ত অং তাদের একসাথে থাকার সময়, তার অনুপস্থিতির অর্থ কী এবং একটি বিপ্লবের সময় রাজনীতি ও শিল্পের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা বলেন। দৈর্ঘ্য ও স্পষ্টতার জন্যে সাক্ষাৎকারটির সম্পাদনা করা হয়েছে।
ইরাবতী (টিআই): জেয়া থাও গ্রেপ্তার হওয়ার আগে শেষ কিছু কথা কী বলেছিলেন?
থাজিন ন্যুন্ত অং (টিজেডএনএ): প্রতি বছর আমি নিজেকে এবং মাঝেমধ্যে আমার বন্ধুদের অন্যায়ের বার্ষিকী জুলাই আসার কথা বলে থাকি।
আটক হওয়ার আগে একসাথে থাকার সময় আমরা বেশিরভাগই পরস্পরের দিকে তাকিয়ে থাকতাম। আসলে শেষ কথাগুলো ছিল কাজ [রাজনৈতিক সঙ্কট] সম্পর্কিত।
ব্যস, এগুলোই।
আমরা বিদায় বলিনি… আমরা ব্যক্তিগত কিছুও বলিনি।
টিআই: কো ফিও জেয়া থাও বিশেষ করে তরুণদের কাছে জনপ্রিয়। রাজনীতিতে তার আগ্রহ তাকে শুধু শিল্প নয় সামাজিক ন্যায়বিচারের একজন সমর্থকে পরিণত করেছিল। আপনি চান তরুণরা তার সম্পর্কে কী মনে রাখবে?
টিজেডএনএ: আমি বিশ্বাস করি যে প্রত্যেকের কাছে তাকে স্মরণ করার মতো শব্দ থাকবে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমরা আপনাদের পেছনে আছি এবং আমরা সামনে থাকতেও প্রস্তুত।’
তাকে যারা ভালোবাসে তারা সামাজিক গণমাধ্যমে তার স্মৃতি ভাগাভাগির সময় আমি সবসময় তাদের এই বাক্যাংশটি পোস্ট করতে দেখি। তারা সবসময় এই শব্দগুচ্ছ ব্যবহার করে। আরেকটি বাক্যাংশ হলো, ‘যে বড় ভাই সবসময় আমাদের সাথে থাকে’ বা ‘আমাদের বড় ভাই।’
টিআই: আপনার কাছে কোনটি বেশি স্মরণীয়?
টিজেডএনএ: আমি আমাদের একসাথে থাকা সুখী স্মৃতির কথা স্মরণ করি। সময়ের সাথে সাথে আমি এমন একটা মনোভাব গড়ে তুলেছি যে তাকে ভালো জিনিসের জন্যে স্মরণ করবো, খারাপের জন্যে নয়। এই খারাপ ঘটনা [মৃত্যুদন্ড] নিয়ে দুঃখিত হওয়ার পরিবর্তে, আমি আমাদের সুখী, আরামদায়ক … সফল মুহূর্তের কথা ভাবি … এবং আমাদের পারস্পরিক মনোভাব, আমাদের পরস্পরকে বলা কথামালা ও আমাদের সিদ্ধান্তগুলো নিয়ে ভাবি। সবসময় এগুলো স্মরণ করবো।
তাকে নিয়ে আমার অনেক স্মৃতি আছে। একটা বাছাই করা কঠিন। তার সাথে থাকা কমরেডরা বা তার সাথে সাক্ষাৎকারীদের স্মৃতিও আছে। তাদের সাথে আমার দেখা হলে তারা সবসময় আমার সাথে সেসব নিয়ে কথা বলে। ‘ভাই মিটিংয়ে এইকথা বলেছে। এই সময় তিনি রেগে গিয়ে আমাদের বকেছেন। বড় ভাই আমাদের উৎসাহিত করেছেন।’ আমাদের দেখা হলেই তারা সেগুলি ভাগাভাগি করে থাকে।
টিআই: আপনি ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে সরকারবিরোধী আন্দোলনে গভীরভাবে জড়িত ছিলেন। আপনি সংকল্পবদ্ধ। রাজনীতির পাশাপাশি শিল্পের প্রতি কী আপনার অঙ্গীকারকে চালিত করে?
টিজেডএনএ: সবসময় গান রচনার সময় আমি এর বিষয়বস্তুর ধরন নিয়ে ভাবি। খুব কমই আমি গানগুলিতে প্রেমের বা প্রেমের খুব বেশি আকাঙ্ক্ষার উপর ফোকাস করি। আমার গান আমার জীবনকে প্রতিফলিত করে। আমার জন্ম ইয়াঙ্গুনে, বেড়ে ওঠাও একই শহরে। ইয়াঙ্গুন শহর ও শহুরে জীবন নিয়ে আমার অনেক গান গান আছে। আমি সমাজে নারীদের প্রতি বৈষম্যও তুলে ধরছি।
আজ পর্যন্ত আমি সবসময় বলি এই বিপ্লবে আমার এখনো বেঁচে থাকাটা খুবই লজ্জাজনক, কারণ গত তিন বছরে আমরা অনেক জীবন হারিয়েছি। জনগণ অনেক ত্যাগ স্বীকার করে এবং তারা যুদ্ধে যেতে ভয় পায় না। শান্তিপূর্ণ অনেক আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ যুবকদের রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তাদের হারিয়েছি। আমি সবসময় অনুভব করি আমরা তাদের তুলনায় কিছুই না।
এই মুহুর্তে আমার দুঃখ… আমি বলতে চাই আমার মতো এক ব্যক্তিকে হারানো প্রতিদিন [অনেককে] হারানোর সাথে তুলনীয় নয়। সন্ত্রাসী বাহিনী নিরীহ পরিবারকে হত্যা, পরিবারের সদস্যদের সামনে কন্যাদের ধর্ষণ, যুবক-যুবতীদের গ্রেপ্তার বা সন্তানদের খুঁজে না পেলে তাদের পিতামাতাকে সাংঘাতিক মারধর করে।
সম্প্রতি কামানের গোলায় এক পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই আমরা জনগণ বোমায় আক্রান্ত হওয়ার কথা শুনি ও দেখি। দেখতে দেখতে আমি শক্তিশালী হয়ে উঠি …
কখনো কখনো আমরা বিষণ্ণ হই, কখনো কখনো আমরা সক্রিয় ও উজ্জীবিত হই …
আমাদের আরো পরিশ্রম করতে এবং (লড়াই) চালিয়ে যেতে হবে।
টিআই: আপনার অনুসারীদের প্রতি জন্যে আপনার কি বার্তা আছে?
টিজেডএনএ: শিল্পীর কাজ সৃষ্টি করা। সহানুভূতি ছাড়া আমরা শিল্পকে উৎসাহিত করবো কীভাবে? পক্ষ নেওয়ার জন্যে ঠিক ও ভুল উভয় দিকই রয়েছে। আপনি ঠিক দিকে থাকবেন? নাকি আপনি ভুল দিকে যাবেন? আপনি কি নিপীড়নকারী, অগ্নি সংযোগকারী, নিরীহ বেসামরিক মানুষকে বোমা মারা বা হত্যাকারীদের পাশে দাঁড়াবেন?
কী ধরনের শিল্প ও শিল্পীদের সমর্থন করা যাবে তা নিয়ে ভাবতে হবে। [জান্তার পাশে থাকা শিল্পীদের] বর্জনের বিষয়ে আমি ধারাবাহিকভাবে জনগণকে তারা কাকে সমর্থন করছে তা স্পষ্টভাবে জানতে অনুরোধ করি, কারণ শিল্প মানুষকে বোঝানোর ক্ষেত্রে শক্তিশালী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।