একটি গণমাধ্যম চুক্তির অধীনে আইএফইএক্সের জন্যে লরা ভিদালের লেখা গল্পটি গ্লোবাল ভয়েসেসে সম্পাদিত ও পুনঃপ্রকাশিত হয়েছে।
আনুষ্ঠানিকভাবে ২৮ জুলাই ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচনে নিকোলাস মাদুরোর বিজয় ঘোষণা করা হলেও বিরোধী দল, অসংখ্য আন্তর্জাতিক সংস্থা ও কিছু আঞ্চলিক সরকার ফলাফলের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার আহ্বান জানিয়েছে। ভোটাধিকার লঙ্ঘন, মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধ ও সংবাদপত্রের স্বাধীনতার উপর গুরুতর সীমাবদ্ধতার কারণে নির্বাচন কলুষিত হয়েছে।
নতুন মাদুরো প্রশাসনের অধীনে নাগ রিক স্থানগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনার কারণে সুশীল সমাজ অনেক বেশি ঝুঁকিতে রয়েছে। পূর্ববর্তী বছরগুলির প্রবণতা বিবেচনায় এটি শত শত রেডিও কেন্দ্র বন্ধ, সংবাদপত্রের বিরুদ্ধে হামলা, ইন্টারনেটে সীমিত সংযোগ ও বিরোধী ব্যক্তিত্ব ও সাংবাদিকদের নির্বিচারে আটকসহ আরো ছয় বছরের সম্ভাব্য উদ্বেগ উত্থাপন করে।
আইএফইএক্সের সদস্য সাংবাদিক সুরক্ষা কমিটিসহ সাংবাদিক ও সংবাদমাধ্যমের স্বাধীনতা গোষ্ঠীগুলি কভারেজ পরিবর্তনের জন্যে সরকারি নজরদারি ও স্ব-সেন্সরসহ টেলিভিশন ও রেডিও কেন্দ্রগুলি মাদুরোর প্রচারাভিযানকে ব্যাপকভাবে কভার ও বিরোধীদের উপেক্ষা করার মাধ্যমে নির্বাচনের আগে গণমাধ্যম দৃশ্যপট কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেছে। এডমুন্ডো গঞ্জালেজ ও বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদোর মতো বিরোধী প্রার্থীদের খবর স্বাধীন সংবাদ ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এক্স (পূর্বের টুইটার), ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও হোয়াটসঅ্যাপের মতো অনেক সামাজিক গণমাধ্যম মঞ্চ অবরোধ করা হয়েছিল।
মূলধারার গণমাধ্যমে বিরোধী রাজনীতিকদের উপস্থিতি ছিল বিরল। উদাহরণস্বরূপ, এপ্রিলে রাষ্ট্রপতি প্রার্থী গঞ্জালেজ স্থানীয় টিভি কেন্দ্র ভেনেভিসিওনে হাজির হলে সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীরা তার রাজনৈতিক পরিকল্পনার বিষয়বস্তুর চেয়ে চ্যানেলের সাক্ষাৎকার সম্প্রচারের সিদ্ধান্ত নিয়ে বেশি কথা বলেছিল।
স্থানীয় সংস্থা উভেএ সিন ফিলত্রো জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ক্যানটিভি ও অন্যান্য বেসরকারি ইন্টারনেট অপারেটররা তালকুয়াল, এল এস্তিমুলো, অ্যানালিতিকা এবং রুনরুনেসের মতো গুরুত্বপূর্ণ সংবাদ পোর্টালসহ এনজিও সাইট মেদিয়ানালিসিস ও অসেরভাতো দে ইন্তারনেত উভেএ সিন ফিলত্রো অবরুদ্ধ করেছে৷
নির্বাচনের আগের সপ্তাহগুলিতে বিরোধী প্রার্থীদের সমন্বিত রেডিও অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এনজিও ল্যাবরেটরিও ডি পাজ বিরোধী সদস্যদের আটকে রাখা, রাষ্ট্রীয় সহিংসতা এবং শ্যাভেজপন্থী প্রচারণার জন্যে সরকারি মঞ্চের অপব্যবহার বৃদ্ধির রিপোর্ট করেছে। নির্বাচনের আগের দুই সপ্তাহে অন্তত ৭৬টি নির্বিচারে গ্রেপ্তার ঘটেছে।
নাগরিক সমাজ সজাগ থাকায় এবং বিধিনিষেধ তুলে ধরাসহ পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আইএফইএক্সের সদস্য ইস্পাসিও পাবলিকোর মতো সংস্থাগুলি সরাসরি সম্প্রচার করেছে। প্রতিকূলতা সত্ত্বেও উভেএ সিন ফিলত্রোর একটি নতুন অ্যাপসহ বিশেষ করে যাদের ভিপিএন নেই তাদের গণমাধ্যম অবরোধ এড়াতে সাহায্যের মাধ্যমে তথ্যে প্রবেশ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।