
মালয়েশিয়ার সংসদের কাছে গণতান্ত্রিক অগ্রগতির জন্যে তেওহ বেং হক সমিতির সদস্যরা পুলিশের সাথে মুখোমুখি। তারা ২০০৯ সালে কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদকালে মারা যাওয়া তেওহ বেং হকের বিচার চাইছে। কিনিটিভির ইউটিউব ভিডিও থেকে নেওয়া পর্দাছবি। ন্যায্য ব্যবহার।
গণতান্ত্রিক অগ্রগতির জন্যে তেওহ বেং হক সমিতির (টিবিএইচ-এডিএ) সদস্যরা ১৫ জুলাই মালয়েশিয়ার সংসদ ভবনের কাছে গোষ্ঠী আয়োজিত ” ন্যায়ের জন্যে পদযাত্রা”য় পুলিশের কথিত অতিরিক্ত বল প্রয়োগের একটি স্বাধীন তদন্ত চাইছে।
পুলিশ প্রথমে টিবিএইচ-এডিএ সদস্যদের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি প্রদানে বাধা দেয় এবং সংসদের গেটের কাছে মিছিলটি অবরোধ করে।
টিবিএইচ-এডিএ সেলাঙ্গর মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) সদর দপ্তরে সারারাত জিজ্ঞাসাবাদের পর১৬ জুলাই, ২০০৯ সালে মৃত অবস্থায় পাওয়া তেওহ বেং হকের মৃত্যুর জন্যে বিচার চাইছে। সেসময় দুর্নীতির জন্যে তদন্তাধীন একজন রাজনীতিকের সহযোগী তেওহ বেং হকের বয়স ছিল ৩০ বছর। তার মৃত্যুতে সৃষ্ট ক্ষোভ ভিন্নমতাবলম্বী ও ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সরকারি নির্যাতনের প্রতীক হয়ে ওঠে।
কর্তৃপক্ষ ২০১১ সালে তার আত্মহত্যা করে মারা যাওয়ার কথা জানায়। তিন বছর পর আপিল আদালত রায়ে তার অজ্ঞাত ব্যক্তিদের একাধিক আঘাত সহ্য করার কথা বলা হয়। গত বছর, তার পরিবার আনুষ্ঠানিকভাবে সরকারকে এই মামলার তদন্ত পুনরায় চালু করে তার হত্যার জন্যে দায়ীদের বিচার করতে বলে। মামলাটির বিচার বিভাগীয় পর্যালোচনার পরবর্তী শুনানি ২৯ জুলাই ধার্য করা হয়েছে।
টিবিএইচ-এডিএ সভাপতি এনজি ইয়াপ হাওয়া পুলিশের সাথে গোষ্ঠীর সর্বশেষ সংঘর্ষের বর্ণনা দিয়েছেন:
সংসদের প্রধান ফটকে ন্যায়ের জন্যে পদযাত্রার সদস্যদের বাধা দেওয়ার সময় বেশ কয়েকজন অংশগ্রহণকারীকে মারধর করা হয়, পুলিশ ধাক্কায় তারা মাটিতে পড়ে যায় এবং তেওহ লি ল্যান [তেওহ বেং হকের বোন]কে মাটিতে ফেলে দিলে তিনি ব্যথায় চিৎকার করে ওঠেন।
পুলিশ দীর্ঘক্ষণ না হলেও আয়োজক কমিটির আরেকজন নারী সদস্যের জামার কলার টেনে গলা চেপে ধরে। এতে তার গলার হার ভেঙ্গে এবং গলায় দাগ পড়ে যায়।
এক্সে (টুইটারে) পোস্ট করা একটি ভিডিওতে ঘটনার সময় তেওহ বেং হকের একজন আত্মীয় আহত হওয়া দেখানো হয়েছে:
Activists from the Teoh Beng Hock Association were chased and stopped by police for attempting to submit a memorandum.
According to Bersih, the police refused to allow the submission in front of Parliament and pursued the activists, causing Beng Hock's sister to fall.
🧵1 https://t.co/q5X1r4Sjtj pic.twitter.com/ua6f0DbPBR
— BFM News (@NewsBFM) July 15, 2024
তেওহ বেং হক সমিতির কর্মীরা স্মারকলিপি জমা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে থামিয়ে দেয়।
বেরসিহের মতে, সংসদের সামনে পুলিশ জমা দেওয়ার অনুমতি দিতে অস্বীকার করে কর্মীদের তাড়া করলে বেং হকের বোন পড়ে যান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘটনাটি স্বীকার করে প্রয়াত তেওহ বেং হকের পরিবারের সদস্যের সাথে দেখা করার আশ্বাস দিয়েছেন।
Saya ambil maklum insiden yang berlaku di luar Parlimen hari ini melibatkan keluarga mendiang Teoh Beng Hock.
Saya beri jaminan akan berjumpa dengan mereka dalam masa terdekat dan meneliti memorandum tuntutan.#MalaysiaMADANI
==========
I am aware of the incident that… https://t.co/7MW5EofxK0
— Anwar Ibrahim (@anwaribrahim) July 15, 2024
আমি আজ সংসদের বাইরে প্রয়াত তেওহ বেং হকের পরিবারের সাথে জড়িত ঘটনা সম্পর্কে অবগত।
আমি শীঘ্রই তাদের সাথে দেখা করার এবং দাবির স্মারকটি পরীক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি ।#মালয়েশিয়ামাদানি
প্রতিবেদনে সভাটি ১ আগস্ট অনুষ্ঠানের কথা বলা হয়েছে। ২০০৯ সালে বিরোধীদলীয় নেতা থাকাকালে আনোয়ারও হেফাজতে রাষ্ট্রীয় হয়রানির সম্মুখীন হন। টিবিএইচ-এডিএ সহ-সভাপতি কেনেথ চেং আনোয়ারকে তেওহ বেং হকের জন্যে ন্যায়বিচার দেওয়ার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছেন:
… আগে তেওহ বেং হকের জন্যে আপনার ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিতে সরকারি কোষাগারের একটি পয়সাও খরচ হয়নি। এবং প্রতিশ্রুতির ধরন পরিবর্তিত পরিস্থিতির সাথে সম্পর্কিত নয়। এবং এটি আপনার পিএইচ [পাকাতান হারাপান শাসক জোট] মন্ত্রিসভার সহকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য; এখন আপনি সরকারে থাকায় আমাদের দাবিগুলি কলমের খোঁচায় সহজেই অর্জন করা যেতে পারে।
নাগরিক সমাজের গোষ্ঠীগুলি “ন্যায়ের জন্যে পদযাত্রা”র সংগঠকদের তলব করার হুমকিসহ পুলিশের পদক্ষেপগুলির সমালোচনা করে। উদাহরণস্বরূপ, স্থানীয় এনজিও আগোরা সমিতি পুলিশকে তেওহ বেং হকের খুনিদের খুঁজে বের করার দিকে মনোযোগ দেওয়ার কথা মনে করিয়ে দেয়। এটি একটি বিবৃতিতে বলেছে, “আগোরা সমিতির দাবি পুলিশ তাদের সময় ও শক্তি তেওহ বেং হকের মৃত্যুর সত্য ও বিচার করে আইনিভাবে দায়ী করা সন্দেহভাজনদের খুঁজে বের করা উচিত।”
আগোরা সমিতির প্রতিষ্ঠাতা লিম চি হান তেওহ বেং হককে একটি চিঠি লিখে তাকে আশ্বস্ত করেছে আপাতদৃষ্টিতে এমনকি প্রাক্তন বিরোধী রাজনীতিকরা তার মামলাটি ভুলে গেলেও মানবাধিকার গোষ্ঠীগুলি ন্যায়বিচারের জন্যে লড়াই চালিয়ে যাবে
চিন্তা করবেন না, আমরা কখনোই ক্ষমতাসীন দলের কিছু রাজনীতিবিদের মতো আপনাকে ভুলবো না এবং আমরা আপনার জন্যে লড়াই চালিয়ে যাব, ঠিক আছে? সুশীল সমাজে এখনো আমরা অনেকেই আপনাদের পাশে আছি।
আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ধারা-১৯-এর মালয়েশিয়ার কর্মসূচি কর্মকর্তা নলিনী ইলুমালাই একটি, মিছিল চলাকালীন পুলিশ আরোপিত বাধাকে “অনাকাঙ্খিত এবং অপেশাদার” বলে বর্ণনা করে আরো বলেছেন:
শান্তিপূর্ণ কর্মীদের শারীরিক ক্ষতি করা প্রতিবন্ধকতা ও হয়রানি অগ্রহণযোগ্য এবং অবিলম্বে তদন্ত ও জবাবদিহির দাবি রাখে। পুলিশকে অবশ্যই সকল কঠোর কৌশল এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও সরকারের সমালোচকদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে।
লেখিকা মরিয়ম মোখতার তেওহ বেং হককে স্মরণ করার গুরুত্ব এবং ন্যায়বিচারের আহ্বানকে সমর্থন করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
একটি গুরুত্বপূর্ণ মামলাকে দীর্ঘসূত্রিতার শিকার হতে দেওয়া প্রশ্ন তোলে এই পদ্ধতিতে আরো কতোজন ব্যর্থ হয়েছে?
তদন্তের সময় কি মানসম্মত কার্যপদ্ধতি মেনে চলা হয়? আচরণ, নৈতিকতা, কাজের নৈতিকতা এবং কাজের অনুশীলনে উচ্চ মান নিশ্চিত করতে ব্যর্থতা কর্মশক্তিকে হতাশ করে।
তেওহের মৃত্যু এবং তৎপরবর্তী তদন্তটি চরম অক্ষমতার উদাহরণ। আমাদের অবশ্যই রুখে দাঁড়িয়ে উত্তর না পাওয়া পর্যন্ত কখনো হাল না ছেড়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। তবেই, মালয়েশিয়া আমাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্যে একটি ভাল জায়গা হয়ে উঠবে।