মুন্তানিয়া আদিবাসী কর্মী থাইল্যান্ডে গ্রেপ্তার হলেও তিনি ভিয়েতনামে প্রত্যাবাসন প্রতিরোধ করেছেন

Y Quynh Bdap

ই কুইন বদাপকে দেখনো একটি ভিডিওর পর্দাছবি৷ সূত্র: গ্লোবাল ভয়েসেসের বিষয়বস্তু অংশীদার। ন্যায্য ব্যবহার

শরণার্থী মান সত্ত্বেও ১১ জুন মুন্তানিয়াইদু আদিবাসী গোষ্ঠীর পক্ষে কথা বলা আদিবাসী কর্মী ই কুইন বিদাপ থাইল্যান্ডে গ্রেপ্তার হলে ভিয়েতনাম সরকার তার প্রত্যর্পণ চাওয়ায় বর্তমানে তিনি নির্বাসনের প্রক্রিয়ার মুখোমুখি৷

মুন্তানিয়া বলতে ভিয়েতনামের কেন্দ্রীয় পার্বত্যভূমিতে বসবাসকারী ইদু জাতিগোষ্ঠীসহ প্রায় ৩০ টি আদিবাসী উপজাতিকে বোঝায়। জাতিগত এই সংখ্যালঘুরা ভূমি সংঘাত ও রাষ্ট্র-সমর্থিত আক্রমণসহ বৈষম্য ও সহিংসতার সম্মুখীন।

যুবকর্মী হিসেবে বহু বছর নির্যাতিত হওয়ার পর ই কুইন বদাপ ২০১৮ সালে থাইল্যান্ডে পালিয়ে গেলে জাতিসংঘের শরণার্থী দপ্তরের হাই কমিশনার তাকে শরণার্থী মর্যাদা দেন। তিনি ২০১৯ সালে আদিবাসী সম্প্রদায়ের জন্যে শান্তিপূর্ণ সংস্কার ও মানবাধিকার সুরক্ষার পক্ষে কথা বলার জন্যে মুন্তানিয়াদের ন্যায়বিচারের দাবি (এমএসএফজে) প্রতিষ্ঠা করলেও ২০২৪ সালের মার্চ পর্যন্ত ভিয়েতনাম কর্তৃপক্ষ এটিকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।

ডাক লাক প্রদেশে ২০২৩ সালের জুনে দাঙ্গার সময় একটি সরকারি অফিসে হামলা হয়। অনুপস্থিতি বিচারে এই ঘটনায় জড়িত করে ই কুইন বদাপসহ র ছয় মুন্তানিয়া আদিবাসীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। ই কুইন বদাপ ও তার সহ-অভিযুক্তদের ২০২৪ সালের জানুয়ারিতে দোষী সাব্যস্ত করে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এমএসএফজে তাদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্তিকে একটি “অযৌক্তিক, অন্যায্য অভিযোগ” অভিহিত করে কর্তৃপক্ষকে “ধর্মীয় স্বাধীনতা ও শান্তিপূর্ণ আন্দোলন দমনের জন্যে মিথ্যা অভিযোগ” ব্যবহারে দায়ী করছে। তারা দৃঢ়ভাবে বলেছে তারা শান্তিপূর্ণ সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ।

…শুরু থেকেই, এমএসএফজে আইন অনুসারে শান্তিপূর্ণভাবে লড়াইয়ের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে। জাতিসংঘে পাঠানো শত শত লঙ্ঘন প্রতিবেদনে এর প্রমাণ মেলে। এটি এই দলের শান্তিপূর্ণ, সহানুভূতিশীল চেতনার একটি প্রাণবন্ত সাক্ষ্য। তারা সত্যের জন্যে, বিবেকের দায় ও নিপীড়িত মানুষের অধিকারের জন্যে লড়াইয়ে নেমেছে, এমনকি সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে গিয়ে তাদের স্বদেশীদের পক্ষে কথা বলতে নিজেদের উৎসর্গ করেছে।

জানুয়ারিতে সাজা হলে ই কুইন বদাপ গ্রেপ্তার হয়ে ভিয়েতনামে ফেরত পাঠানোর ভয়ে থাইল্যান্ডে তার চলাচল সীমাবদ্ধ করতে বাধ্য হয়।

জুনের ৭ তারিখে রেকর্ডকৃত একটি ভিডিওতে ই কুইন বদাপ নিজের নির্দোষিতার বজায় রেখে আদিবাসী অধিকার রক্ষার জন্যে তার ওকালতি চালিয়ে যাচ্ছেন।

ব্যাঙ্ককে #ভিয়েতনামে প্রত্যাবাসনের ঝুঁকিতে থাকা মুন্তানিয়া এইচআরডি ই কুইন বদাপকে গ্রেপ্তারে হতবাক। দেশীয় ও আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করে #থাইল্যান্ড তাকে কোনো বন্দিত্বে প্রত্যর্পণ করলে এটি এই বছরের শেষে @জাতিসংঘ_মানবাধিকারপর্ষদে নির্বাচিত হওয়ার যোগ্য নয় @থাইপররাষ্ট্রমন্ত্রনালয়

আরেকটি ভিডিওতে তিনি তার পরিস্থিতির সারসংক্ষেপ করেছেন: “অপহরণের ভয়ে  আমি দিনে মাত্র কয়েক মিনিটের জন্যে বাইরে গেলেও আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারি না।”

কর্তৃপক্ষ ভিসা লঙ্ঘনের অভিযোগে থাই ই কুইন বদাপকে গ্রেপ্তার করেছে। ভিয়েতনাম কেন্দ্রীয় পার্বত্যাঞ্চলে বেসামরিক  নাগরিকদের জীবনকে হুমকির মুখে ফেলার জন্যে তাকে “সমস্যা সৃষ্টিকারী” বলে অভিহিত করেতার প্রত্যর্পণ চেয়েছে।

তবে বিশ্বের বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও প্রতিষ্ঠান তার সুরক্ষার কথা বলে থাই সরকারকে ভিয়েতনামের অনুরোধ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করেছে ওয়াই কুইন বিডিএপিকে হস্তান্তর করা হলে নেতা-কর্মীদের বিরুদ্ধে আরো সহিংসতা বাড়বে। “আমরা মনে করি প্রত্যর্পণ করা হলে ই কুইন বদাপ বলপূর্বক গুম ও নির্যাতন বা অন্যান্য দুর্ব্যবহার বা শাস্তির ঝুঁকিতে থাকবে।”

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের থাইল্যান্ডস্থ গবেষক চানাতিপ তাতিয়াকারুনওং ভিয়েতনামের দেশ-বিদেশে ভিন্নমত দমনের সমালোচনা করেছেন। ” ই কুইন বদাপের ঘটনাটি স্পষ্টভাবে ভিয়েতনাম কর্তৃপক্ষের নিজ সীমানার বাইরে মানবাধিকার রক্ষকদের বিরুদ্ধে দমন-পীড়ন সম্প্রসারণের প্রচেষ্টাকে চিত্রিত করে।”

এদিকে মানবাধিকার পর্যবেক্ষক একটি “দমন-পীড়নের ক্রান্তিকালীন রূপ” উল্লেখ করেছে যাতে প্রতিবেশী দেশগুলির সাথে থাই কর্তৃপক্ষের উদ্বাস্তু ও ভিন্নমতাবলম্বীদের একটি “বাণিজ্যিক বিনিময়” যুক্ত। এটি লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় বসবাসকারী থাই সমালোচকদের গ্রেপ্তারের কথা উল্লেখ করেছে।

ই কুইন বদাপ প্রত্যর্পণের শুনানি মূলত ১৫ জুলাইয়ে নির্ধারিত হলেও তা ১ আগস্টে স্থগিত করা হয়েছে৷ তার আইনজীবী জোর দিয়ে বলেছেন মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অভিযুক্তদের ন্যায্য বিচারের অধিকার রয়েছে৷

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .