হন্ডুরাসের প্রহেলিকা: মাদক-রাষ্ট্র হলেও সংখ্যাগরিষ্ঠ মাদক পাচারকে প্রধান সমস্যা মনে করে না

মাদক পাচারের দায়ে নিউ ইয়র্কে বিচারে প্রাক্তন রাষ্ট্রপতি হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে চিত্রিত করেছে কনট্রাকোরিয়েন্ট। অনুমতিসহ ব্যবহৃত।

কনট্রাকোরিয়েন্টের জন্যে ২৯ মে, ২০২৪ সেলিয়া পৌসেটের লেখা এই নিবন্ধটির একটি সম্পাদিত সংস্করণ একটি গণমাধ্যম অংশীদারিত্ব চুক্তির অধীনে গ্লোবাল ভয়েসসে পুনঃপ্রকাশিত হয়েছে।

“মজার ব্যাপার হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের বিচারের বছর এবং তাকে মাদক পাচারকারী চিহ্নিত করা স্বত্ত্বেও জনগণ মাদক পাচারকে দেশের বড় কোনো সমস্যা হিসেবে দেখে না,”  হন্ডুরাসের সর্বশেষ জনমত জরিপের ফলাফল ব্যাখ্যা করার সময় প্রতিফলন, গবেষণা ও যোগাযোগ দলের (এরিক-এসজে) সদস্য খ্রিষ্টীয় ধর্মযাজক ইসমাইল মোরেনো বলেছেন।

নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচারের অপরাধে প্রাক্তন রাষ্ট্রপতির দোষী সাব্যস্ত হওয়ার প্রায় তিন মাস পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে (জরিপ করা ১,৫২২ জনের মধ্যে ৪৮ শতাংশ বলেছে) মাদক পাচারের “একটি শক্তিশালী উপস্থিতি” রয়েছে বলে মনে করা স্বত্ত্বেও প্রকাশিত সমীক্ষা হন্ডুরীয় সমাজে একটি দুর্দান্ত প্রহেলিকার উপর আলোকপাত করেছে। তাদের মাত্র ১ শতাংশ এটিকে দেশটি বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।

জনগণের সবচেয়ে বড় উদ্বেগ বেকারত্ব, অর্থনৈতিক সঙ্কট এবং অপরাধ বা নিরাপত্তাহীনতা “মাদক পাচারের চেয়ে গ্যাংগুলির সাথে বেশি যুক্ত,” এই অসঙ্গতি ব্যাখ্যা করে বলেছেন এরিক-এসজে’র এলভিন হার্নান্দেজ ৷ “মারা এবং অন্যান্য গ্যাংগুলি একটি বড় সমস্যা হিসেবে উপস্থাপিত হলেও দেশের অনেক সম্প্রদায়ের অর্থনৈতিক ভিত্তি বলে মাদক পাচার ততোটা উদ্বেগের বিষয় নয়,” তিনি আরো বলেন।

ইসমায়েল মোরেনো স্কুল ও, গির্জার প্রতি আস্থার নিম্নস্তর এবং হন্ডুরাসের দুর্বল প্রতিষ্ঠানের দিকে ইঙ্গিত করে বলেছেন: “লোকেরা কর্মসংস্থান, অর্থনৈতিক পরিস্থিতি এবং নাগরিক নিরাপত্তার মতো তাদের তাৎক্ষণিক চাহিদা ও তাদের সবচেয়ে বড় উদ্বেগ সমাধানের বিষয়ে উদ্বিগ্ন।”

কে এর সমাধান করবে এবং কীভাবে করবে তা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কোনো এপোক্যালিপ্টিক ইভাঞ্জেলিক্যাল যাজক বা মাদক পাচারকারী, জনপ্রিয়তাবাদী বা গণতান্ত্রিক রাজনীতিবিদ হলেও মূল সমস্যা নয়। এটি স্কুলের এবং চেতনার নিম্ন স্তরের নির্দেশ করে যা ব্যক্তি ও সমাজ হিসেবে তাদের জন্যে কী সেরা তা চিহ্নিত করতে দেয় না।

হন্ডুরাসের তেগুচিগাল্পায় ২০২৪ সালের মে মাসে এরিক-এসজে’র জনমত জরিপ উপস্থাপনার সময় পুরোহিত ইসমায়েল মোরেনো। কনট্রাকোরিয়েন্টের জন্যে ফার্নান্দো ডেস্টেফেনের ছবি, অনুমতিসহ ব্যবহৃত।

তবে রাষ্ট্রের ভেতরে মাদক পাচারের অস্তিত্বের জন্যে জনগণ দায়ী হিসেবে যাদের চিহ্নিত করে তারাও সর্বনিম্ন আস্থার অধিকারী। উদাহরণস্বরূপ, সাংসদদের কথা প্রায়ই উল্লেখ করা হয় (১৭.৫শতাংশ) এবং জরিপকৃত জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশি জাতীয় কংগ্রেসের প্রতি “না” অথবা “সামান্য”ই আস্থা রাখে। জনগণের ৮৪ শতাংশের বেশি রাজনৈতিক দলকে বিশ্বাস করে না।

এসব তথ্য প্রতিষ্ঠানগুলিতে হতাশা দেখায়। একজন ব্যক্তি নয়, হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের বিচার একটি রাষ্ট্রের বিচার যেখানে কংগ্রেসম্যান, মেয়র, ব্যবসায়ী, পুলিশ ও সামরিক কর্মকর্তারা সহযোগিতা করেছে এবং তারা যুক্তরাষ্ট্রে কোকেন পাচার করে নিজেদের সমৃদ্ধ করতে জনসম্পদ ব্যবহার করেছিল।

নাগরিকরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মাদক চোরাচালানের ক্রমাগত উপস্থিতির জন্যে দায়ীদের মধ্যে পুলিশ, সামরিক বাহিনী, বিচারক, ম্যাজিস্ট্রেট, ব্যবসায়ী ও প্রসিকিউটরদের প্রতিও ইঙ্গিত করে। সংগঠিত অপরাধের জন্যে সর্বাধিক সম্ভাবনাময় বিবেচিত প্রতিষ্ঠানের মধ্যে দুটি নিরাপত্তা বাহিনী থাকলেও অবাক হওয়ার কিছু নেই যখন জনগণকে “রাষ্ট্রের কোন সশস্ত্র বাহিনীর উপর আপনার আস্থা বেশি?” জিজ্ঞাসা করা হলে তাদের ৩৩ শতাংশ উত্তর দেয় “কোনটির উপরেই নয়।”

অন্যদিকে ধর্মীয় বা কল্যাণমূলক প্রতিষ্ঠান হলো সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান। জরিপ অনুসারে, প্রথম স্থানে ইভাঞ্জেলিক্যাল গির্জা, তারপরে শিক্ষা মন্ত্রণালয় ও ক্যাথলিক গির্জা। সরকারি স্কুলগুলি প্রতিদিনের স্কুলের খাবার দেয় এবং গির্জাগুলি প্রায়শই রাষ্ট্র পরিত্যক্ত সম্প্রদায়গুলির জন্যে সামাজিকতা ও সমর্থনের একমাত্র স্থান।

মাদক পাচারকারীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলিতে ক্যাপোস (মাদক সম্রাট) জনগণের মন জয়ের জন্যে সামাজিক কাজও করে। তাই ব্যাখ্যা করা যায় এরিক জরিপ হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের বিচারের সময় ২০২৪ সালের ফেব্রুয়ারি ও মার্চে হলেও জরিপকৃতদের ২১.৪ শতাংশই মনে করে প্রাক্তন রাষ্ট্রপতি দেশের কোন ক্ষতি করেননি।

“হুয়ান অরল্যান্ডোর বিচারে সরকারি দুর্নীতির প্রক্রিয়া এবং কীভাবে সংগঠিত অপরাধ ক্ষমতার সব স্তরে ঢুকে গেছে তা প্রকাশ করেছে। সতর্ক থাকতে হবে এখনো সেখানে জনগণের বিশ্বাস রয়েছে,” বলেছেন এরিক-এসজে গবেষক মার্সি আয়ালা।

কর্মসংস্থান ও সুযোগের অভাব জনগণের প্রধান উদ্বেগ, এবং জরিপকৃত প্রায় অর্ধেক মানুষই দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবে বা যেতে চায়। তাদের ৫৫.৯ শতাংশ আয়ের জন্যে কর্মসংস্থানের অভাব এবং ২৯.৬ শতাংশ দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করেছে।

বর্তমান সরকার এই ধরনের উদ্বেগগুলির সমাধান না করায় রাষ্ট্রপতি জিয়োমারা কাস্ত্রোর প্রশাসনের প্রতি সন্তুষ্টি কমে গেছে। প্রায় ৪৬ শতাংশ মনে করে দেশ অবনতির দিকে যাচ্ছে এবং এই বছরের মান আগের বছরের তুলনায় কম। কাস্ত্রোর সরকার ০ থেকে ১০ পর্যন্ত মানের মধ্যে ২০২৪ সালে ৪.২৩ পেয়েছে, ২০২৩ সালে পেয়েছিল ৪.৪৬।

প্রকাশের ১৩তম বছরে হন্ডুরাসের ১৮টি প্রদেশের মধ্যে ১৬টি কভার করা এরিক জাতীয় সমীক্ষায় ইভাঞ্জেলিকাল গির্জার শক্তি অর্জন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস হারানোর মতো বিস্তৃত প্রবণতা দৃশ্যমান। ইসমায়েল মোরেনোর কাছে ফলাফলগুলি একটি “উদ্বেগপূর্ণ, ভঙ্গুর ও মেরুকৃত সমাজ” দেখায় যেখানে জনগণের চাহিদাকেন্দ্রিক রাজনৈতিক প্রস্তাবনাগুলি না আসা পর্যন্ত গণতন্ত্রবিরোধী রাজনৈতিক প্রকল্পগুলি জায়গা করে নিতে পারে।

“হন্ডুরাসের মতো ভঙ্গুর সমাজে মাইলির (আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রপতি) মতো শেষ মুহূর্তের প্রচারকদের বিপদ সম্ভব,” তিনি ভবিষ্যদ্বাণী করেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .