‘আমরা হতাশ হতে পারি না': কম্বোডিয়ায় আদালতে দোষী সাব্যস্ত অবিচল প্রকৃতি মাতা কর্মীবৃন্দ

Mother Nature activists

প্রকৃতি মাতা কর্মী থুন রাথার বহনকারী প্ল্যাকার্ডে লেখা আছে “বিচার মরে গেছে।” ছবি ও ক্যাপশন: লিকাধো। সৃজনী সাধারণ অবাণিজ্যিক ৪.০

পরিবেশবাদী গোষ্ঠী প্রকৃতি মাতার (মাদার নেচার) দশজন কর্মীকে দেশে নিষিদ্ধ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কম্বোডিয়ার রাজাকে অপমানের অভিযোগে ছয় থেকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার আইনজীবীরা আদালতের সিদ্ধান্তের ব্যাপক নিন্দা এবং দেশের বাইরে প্রধানমন্ত্রী হুন মানেট সরকারের আমলে সঙ্কুচিত নাগরিক স্থানের জন্যে শোক প্রকাশ করেছে।

প্রকৃতি মাতা পরিবেশগত সমস্যাদি তুলে ধরতে সামাজিক গণমাধ্যম এবং যুব-নেতৃত্বাধীন কমিউনিটি অ্যাকশন প্রচারাভিযানের জন্যে পরিচিত। এটি ২০১৫ সালে একটি প্রচারণায় নেতৃত্ব দিয়ে সফলভাবে দূরবর্তী আরেং উপত্যকায় বাস্তুতন্ত্রের ক্ষতিকারক ও আদিবাসী গোষ্ঠীগুলিকে বাস্তুচ্যুত করা একটি মেগা-বাঁধ নির্মাণে বাধা দেয়। এটি দেশের উপকূলীয় অঞ্চলে বালি চোরাচালান কার্যক্রমকেও প্রকাশ করেছে। রাজপ্রাসাদ থেকে নর্দমা প্রবাহের চিত্রগ্রহণের জন্যে ২০২১ সালে এর বেশ কয়েকজন সদস্য প্রায় ১৪ মাস জেলে খেটেছে। এই বিক্ষোভের জন্যে গোষ্ঠীটির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছিল

গোষ্ঠীটি সক্রিয়তার জন্যে সুইডেনের ২০২৩ রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছে।

কর্তৃপক্ষ ২০২৪ সালের জুনে গণমাধ্যম ও সমর্থকদের শুনানি পর্যবেক্ষণে বাধা দেওয়ার পরে গোষ্ঠীটি আদালতের কক্ষে প্রবেশ করতে অস্বীকার করে।  এই গোষ্ঠীর দশজন সদস্য ২ জুলাই দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত বিচার চলে। দেশের রাজধানী নমপেনের আদালতের বাইরে বিক্ষোভকারী  পাঁচ আসামীকে রায় জারির পর নিরাপত্তা কর্মীরা দ্রুত গ্রেপ্তার করে পুলিশের গাড়ির ভিতরে হিংস্রভাবে টেনে নিয়ে যায়। তাদের সারা দেশে বিভিন্ন কারাগারে পাঠানো হয়। তাদের পরিবার পদক্ষেপটির সমালোচনা করে কারণ এতে দোষী সাব্যস্ত কর্মীদের সাথে দেখা করার খরচ ও অসুবিধা বেড়েছে।

মার্কিন-সরকার-অধিভুক্ত সংবাদ ওয়েবসাইট রেডিও ফ্রি এশিয়া একজন কর্মী ফুওন কেওরেক্সমের উদ্ধৃতি দিয়ে বলেছে:

আমরা কোনো অন্যায় না করলেও যতক্ষণ তারা স্বাধীনভাবে আমাদের জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করবে; ক্ষমতাবানদের হাতে আমাদের ভূমি তুলে দেবে; আমাদের বন ধ্বংস করবে; আমাদেরকে নির্বিচারে জেলে ঢোকাবে, ততক্ষণ আমরা হতাশ হতে পারি না।

সুশীল সমাজের ৫০টিরও বেশি গোষ্ঠী একটি যৌথ বিবৃতিতে রায়টিকে “জাতীয় লজ্জা” বলে বর্ণনা করেছে।

পরিবেশ রক্ষাকারীদের নীরব করে তাদের শান্তিপূর্ণ ওকালতিকে রাষ্ট্রের জন্যে হুমকি চিহ্নিত করা ন্যায়বিচারের প্রতি উপহাস।

রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ হিসেবে প্রকৃতি মাতার কার্যকলাপকে অপদস্থ করার জন্যে বানোয়াট অভিযোগের উপর এই নির্ভরতা পরিবেশ ও যুব আইনজীবীদের কারাগারে রাখা কেবল যে দেশের ভবিষ্যতের ক্ষতি করে তা বোঝার ব্যর্থতাকেই প্রতিফলিত করে। আমাদের উচিত এই কর্মীদের সম্মান করা, তাদের বন্দী করা নয়।

বিভিন্ন কূটনীতিক ও বৈশ্বিক গোষ্ঠী ২০২৩ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে হুন মানেটের সরকারের অধীনে সমালোচনাকারীদের চলমান নিপীড়নসহ দেশটির শাসন ও হ্রাসপ্রাপ্ত অধিকার ও স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার পর্যবেক্ষক বলেছে এই কঠোর রায়টি  কম্বোডিয়ার যুবকদের কাছে দূঃখজনক একটি বার্তা পাঠিয়েছে তা হলো পরিবেশ নিয়ে  সরকার প্রতিটি ক্ষেত্রে বিশেষ স্বার্থান্বেষীদের সাথে থাকবে।”

তবে স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের মুখপাত্র পেন বোনা বাকস্বাধীনতা খর্ব করার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন

আমি জোর দিয়ে বলতে চাই এখানে কম্বোডিয়ায় অনেক লোক তাদের মতামত বা সমালোচনা প্রকাশ করে। প্রচলিত ও সামাজিক গণমাধ্যম উভয় ক্ষেত্রেই এটা দেখা যায়। যারা সামাজিক সমস্যা নিয়ে  গঠনমূলক সমালোচনা বা মন্তব্যকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় না। যারা কম্বোডিয়ার আইন লঙ্ঘন করে তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হয়।

লেখার সময়, প্রায় এক লক্ষ মানুষ আন্দোলনকারীদের মুক্তির আহ্বান জানিয়ে একটি অনলাইন আবেদনে স্বাক্ষর করেছে।

এক্সে (টুইটারে) অবিচল প্রকৃতি মাতা সামাজিক ন্যায়বিচার চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আপনি আমাদের যতো বেশি দমন করবেন #কম্বোডিয়ার প্রকৃতি রক্ষায় আমাদের লড়াই ততো বেশি দৃঢ় হবে।
আপনি যতো বেশি আমাদের চেতনা ভাঙার চেষ্টা করবেন, আমরা ততো শক্তিশালী হবো।
রথা, কুন্থিয়া, দারাভুথ, আকিও এবং লেয়াংঘি: আমরা আপনাদের ভালবাসি এবং আপনার অপরিমেয় আত্মত্যাগকে সম্মান করি। #মুক্তকরোপ্রকৃতিমাতা৫

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .