আফ্রিকা ফিডে মূলত প্রকাশিত এই গল্পটির একটি সম্প্রসারিত সংস্করণ একটি বিষয়বস্তু ভাগাভাগির অংশীদারিত্ব চুক্তির অংশ হিসেবে গ্লোবাল ভয়েসেসে পুনঃপ্রকাশিত হয়েছে।
আফ্রিকীয় ইউনিয়ন কমিশনের সভাপতি মুসা ফাকি মাহামতের ছদ্মবেশ ধারণ করতে প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছে। কার্যনির্বাহী ও প্রশাসনিক শাখা হিসেবে কর্মরত আফ্রিকীয় ইউনিয়ন কমিশন (এইউসি) আফ্রিকীয় ইউনিয়ন (এইউ) এর সচিবালয় হিসেবে কাজ করে, যাকে মোটামুটিভাবে ইউরোপীয় কমিশনের সাথে তুলনা করা যেতে পারে।
সম্প্রতি অপরাধীরা ফাকির পরিচয় নকল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম ব্যবহার করে মিথ্যে ভান করে অন্য নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি সাইবার অপরাধের শিকার হন।
বৈঠকের আয়োজন করা হলে এইউসি’র সভাপতি হিসেবে ফাকি “মৌখিক নোট” নামে পরিচিত একটি প্রক্রিয়ায় নিয়মিতভাবে বৈশ্বিক নেতাদের কাছে আনুষ্ঠানিক যোগাযোগ পাঠান। এই কূটনৈতিক নোটগুলি আফ্রিকীয় ইউনিয়নের নেতৃত্ব ও অন্যান্য দেশ বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের সময় নির্ধারণের একটি আদর্শ পদ্ধতি।
এক্সের (আগের টুইটারের) একটি পোস্টে এইউসি সভাপতির মুখপাত্র এবা কালোন্দো জানিয়েছেন জালিয়াতিরা সফলভাবে ফাকির কণ্ঠ নকল করে স্পষ্টতই মিটিংয়ের ব্যবস্থা করার জন্যে ইউরোপীয় রাজধানীগুলিতে ভিডিও কল করেছে। তিনি বলেছেন:
Pranksters made deepfake videocalls pretending to be Chairperson @AUC_MoussaFaki to severa European capitals. The @_AfricanUnion reiterates its strict adherence to diplomatic protocol and exclusive usage of Note Verbale for high-level engagement requests. Our statement as below: pic.twitter.com/zKkzTNMgYD
— Ebba Kalondo (@EbbaKalondo) October 13, 2023
প্রতারকরা ইউরোপের বিভিন্ন রাজধানীতে সভাপতি @এইউসি_মুসাফাকি হওয়ার ভান করে ডিপফেক ভিডিও কল করেছে। @_আফ্রিকীয়ইউনিয়ন কূটনৈতিক আনুষ্ঠানিকতার কঠোর আনুগত্য এবং উচ্চ-স্তরের সম্পৃক্তির অনুরোধের জন্যে মৌখিক নোটের বিশেষ ব্যবহার পুনর্ব্যক্ত করে। নীচে আমাদের বিবৃতি রয়েছে:
এইউসি’র একটি বিবৃতি অনুসারে সাইবার অপরাধীরা জাল ইমেল ঠিকানা ব্যবহার করে বিদেশী নেতাদের সাথে ফাকির কলের ব্যবস্থা করতে সংস্থার স্টাফদের উপ-প্রধান হিসেবে জাহির করে। ডিপফেক ভিডিওর মাধ্যমে ফাকির ছদ্মবেশ নিয়ে তারা বিভিন্ন ইউরোপীয় নেতাদের সাথেও বৈঠক করেছে।
এইউসি’র বিবৃতিতে সাধারণত আদ্দিস আবাবায় এইউ সদর দপ্তরে অবস্থিত তাদের দূতাবাসের মাধ্যমে শুধু কমিশনই বিদেশী সরকারের সাথে যোগাযোগের জন্যে সরকারি কূটনৈতিক চ্যানেল নিয়োগ করে এই কথার উপর জোর দিয়ে এসব ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করা হয়েছে।
“আফ্রিকীয় ইউনিয়ন কূটনৈতিক আনুষ্ঠানিকতার কঠোর আনুগত্য এবং উচ্চ-স্তরের সম্পৃক্তির অনুরোধের জন্যে মৌখিক নোটের বিশেষ ব্যবহার পুনর্ব্যক্ত করেছে,” কালোন্দো একটি টুইটে বলেছেন।
এইউ বিবৃতিতে এই প্রতারণামূলক ইমেলগুলিকে “ফিশিং” হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বিশেষাধিকারপ্রাপ্ত তথ্যে অননুমোদিত প্রবেশের জন্যে সম্ভাব্য ডিজিটাল পরিচয় চুরির অপরাধীদের অভিপ্রায় নির্দেশ করে।
সাইবার অপরাধীদের ব্যবহৃত প্রযুক্তি ডিপফেকস আফ্রিকাতে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে যা মহাদেশটিতে ভুল তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার জন্যে কখনো কখনো নির্দিষ্ট কিছু সংস্থা ব্যবহার করে থাকে। এই কৌশলগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জামাদি ব্যবহার করে কেউ এমন কিছু বলার বা করার বিশ্বাসযোগ্য ভিডিও বা অডিও তৈরি করে যা তারা আসলে করেনি।
এই বছরের জানুয়ারিতে একটি বিচিত্র দলকে বুর্কিনাবের নাগরিকদের সামরিক জান্তাকে সমর্থন করতে অনুরোধ করার ভিডিও বুর্কিনা ফাসোর সামাজিক গণমাধ্যমে প্রচারিত হতে শুরু করে৷ ভিডিও তৈরির জন্যে পরিকল্পিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সফ্টওয়্যার সিন্থেসিয়া ব্যবহার করে এই প্রতারণামূলক ভিডিওগুলি তৈরি করা হয়েছে। গত বছর মালিতেও একই ধরনের ভিডিও প্রচার করা হয়। এছাড়াও আফ্রিকা নিরাপত্তা ফোরাম ম্যাগাজিন (এডিএফ) অনুসারে ২০১৮ সালে গ্যাবনে একটি কুখ্যাত ঘটনায় একটি সন্দেহভাজন ডিপফেক ভিডিও সরকারের পতন ঘটাতে উদ্যত হয়।
আইএফসি ও গুগল পরিচালিত গবেষণা অনুসারে আফ্রিকার ই-অর্থনীতি ২০২৫ সালের মধ্যে সামগ্রিক অর্থনীতিতে ১৮ হাজার কোটি ডলারের পরিমাণ একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত হলেও এর সাথে দ্রুত ডিজিটালকরণ সম্ভাব্য হুমকিও বয়ে আনে। বিনিয়োগ পর্যবেক্ষক ওয়েবসাইটের প্রতিবেদনের অনুমান অনুসারে সাইবার অপরাধ একাই আফ্রিকায় বার্ষিক ৪০০ কোটি ডলার খরচ বাড়াতে পারে।
আফ্রিকীয় ইউনিয়ন কূটনৈতিক আনুষ্ঠানিকতার কঠোর আনুগত্য এবং উচ্চ-স্তরের সম্পৃক্তির অনুরোধের জন্যে মৌখিক নোটের বিশেষ ব্যবহার পুনর্ব্যক্ত করেছে। কঠোরভাবে কূটনৈতিক আনুষ্ঠানিকতা মেনে চলার প্রতি তার প্রতিশ্রুতির উপর জোর দিয়ে মুসা ফাকি মাহামতকে লক্ষ্যবস্তু করে সাইবার অপরাধের ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করলেও এইউসি তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে বা ভবিষ্যত ডিপফেক আক্রমণ প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা সম্পর্কেও কোনো বিশদ বিবরণ দেয়নি।