সন্তান জন্মদানের প্রতি প্রেসিডেন্ট এরদোয়ানের মোহ তুরস্কের সীমানা অতিক্রম করেছে

অ্যালেক্স হকেটের ছবি। আনস্প্ল্যাশ লাইসেন্সের অধীনে মুক্তভাবে ব্যবহার করা যাবে।

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আজারবাইজানে তার সাম্প্রতিকতম সফরের সময় আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভকে দেশটিতে প্রসবের হার বাড়াতে উৎসাহিত করে পরিবার প্রতি ন্যূনতম পাঁচটি শিশুর সুপারিশ করেন। রাষ্ট্রপতি এরদোয়ানের মতে এটি আজারবাইজানকে “শক্তিশালী” করে তুলবে। তিনি বলেন “তুরস্কে আমি একটি পরিবারে ন্যূনতম তিনটি সন্তান থাকার পরামর্শ দিই। আজারবাইজানের জন্যে আমি বলছি প্রতি পরিবারে ন্যূনতম পাঁচটি সন্তান। এটি করে আজারবাইজান আরো শক্তিশালী হতে পারে। জনসংখ্যা দেশের ভবিষ্যতের নকশা পরিবর্তন করে।” রাষ্ট্রপতি আলিয়েভ হাসতে হাসতে জবাব দেন, “আমরা চেষ্টা করবো,” যদিও এই প্রস্তাবে সব আজারবাইজানি এতোটা উৎসাহী নয়

জীবনযাত্রার ব্যয় বনাম শিশুর যত্ন

“আমরা ৩৫০ মানাত (প্রায় ২২,০০০ টাকা) মাসিক বেতন পাই। আপনি কি মনে করেন [এই পরিমাণ দিয়ে] আপনি পাঁচটি সন্তানের জন্যে জোগান দিতে পারবেন? তাই, এটা অসম্ভব,” আজারবাইজানে রেডিও লিবার্টির পরিষেবা প্রদানকারী আজাদলিক রেডিওকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাকুর একজন বাসিন্দা বলেছেন। “মানুষ দুটি সন্তান নিয়ে পরিবার চালাতে যুদ্ধ করে – তারা কীভাবে পাঁচজনকে চালাবে?!” রেডিওটিতে সাক্ষাৎকার দেওয়া অন্য এক বাসিন্দা বলেছেন।

রাষ্ট্র অবশ্য ভিন্নভাবে ভাবছে। সংসদের একজন সদস্য ফাজিল মুস্তফা আজাদলিক রেডিওর সাথে কথা বলতে গিয়ে বলেছেন, “আমাদের অবশ্যই একটি রাষ্ট্রীয় কর্মসূচি থাকতে হবে। আমরা এমন একটি দেশ যেখানে যুদ্ধের ঝুঁকি রয়েছে। সেখানে বুদ্ধিবৃত্তিক সক্ষমতার প্রয়োজন আছে। [রাষ্ট্রপতি] এরদোয়ান যা বলেছিলেন তা কেবল এই আলোচনাকে উদ্দীপিত করেছে। কীভাবে এই শিশুদের চালাবে তা নিয়ে [পরিবারগুলির] ভয় পাওয়া উচিত নয়। এটা আমাদের কর্তব্য – আমাদের সমর্থন করতে পারা উচিত এবং রাষ্ট্রকে অবশ্যই সাহায্য করতে হবে।”

বর্তমানে রাষ্ট্র শুধু পাঁচ বা তার বেশি সন্তানের মায়েদের সহায়তা করে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে রাষ্ট্র শিশু প্রতি ১০৫ মানাত (প্রায় ৬,৬০০ টাকা) বরাদ্দ করে। তবে এটি ন্যূনতমের থেকেও কম। অর্থনীতিবিদ নাজিম বায়দামিরলির মতে, ২০২৩ সালে একটি শিশুকে বড় করার জন্যে ন্যূনতম মাসিক ব্যয় হলো ২২০ মানাত (প্রায় ১৩,৯০০ টাকা)। এই পরিস্থিতিতে পাঁচ সন্তানের পরিবারকে সমর্থন করতে পারার জন্যে পিতামাতার উভয়েরই ন্যূনতম আয় ১৬০০ মানাত (প্রায় ১,০১,০০০ টাকা) থাকতে হবে যাতে ইউটিলিটি, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খরচ অন্তর্ভুক্ত নয়, আজাদলিক রেডিওর সাথে একটি সাক্ষাৎকারে অর্থনীতিবিদ ব্যাখ্যা করেছেন।

সাম্প্রতিক রাষ্ট্রীয় পরিসংখ্যান অনুসারে, দেশটির জনসংখ্যা দশ কোটির বেশি, যার মধ্যে ১৭ লক্ষ আনুষ্ঠানিকভাবে কর্মরতঅর্থনীতিবিদ বলেছেন সরকারিভাবে নিযুক্ত জনগণের অর্ধেক প্রতি মাসে ৪৫০ মানাত (প্রায় ২৮,৫০০ টাকা) গড় মজুরি পায়। এবং সরকারি তথ্য অনুসারে আজারবাইজানে গড় বেতন প্রতি মাসে  ৯০০ মানাত (প্রায় ৫৬,৯০০ টাকা)। বেদামিরলির মতে এই বেতন দিয়ে পাঁচ সন্তানের ভরণপোষণ করা অসম্ভব।

সামাজিক গণমাধ্যমের মঞ্চেও রাষ্ট্রপতি এরদোয়ানের বক্তব্য ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ওর্দুবাদের একজন শিক্ষকের মতো কেউ কেউ হাস্যরসের আশ্রয় নিয়ে এরদোয়ানের মন্তব্যের জন্যে একটি কবিতা উৎসর্গ করেছেন। টিকটকে পোস্ট করা একটি ভিডিওতে আনন্দের সাথে আবৃত্তি কবিতাটিতে শিক্ষক জিজ্ঞাসা করেন: “এরদোয়ান, স্যার, আপনি কীভাবে পাঁচটি বাচ্চা তৈরি করার পরামর্শ দেন? আপনি কি মনে করেন একটি শিশু শুধু বালি ও মাটি খায়, ভাই? প্রতিটি সন্তানের জন্যে আমরা টাকা পেলে সেটা দারুণ হবে, জনাব। তাহলে আমরা পাঁচটি নয়, পনেরোটি করবো, জনাব। জনাব, একটি সন্তান টিকিয়ে রাখতে জনগণ লড়াই করে!

আজারবাইজানি লেখক গুনেল মভলুদ ফেসবুকে লিখেছেন, “গত দুই সপ্তাহে মিনিট তো দূরের কথা এমনকি আমার সেকেন্ডগুলিও পূর্ণ হয়ে গেছে। দিনের বেলা খাওয়ার সময় নষ্ট না করার জন্যে আমি সকালে ৬টায় উঠে আমার ব্যাগে দুই থেকে তিনটি কলা ফেলে দিই। তারপরে বাচ্চাদের সাথে গ্রীষ্মের ছুটির পরিকল্পনা, আমার নিজের কাজ, আমার অনুবাদ এবং সন্ধ্যায় ক্লাস। আমি নিশ্চিত নই এটি কতদিন চলবে। এবং এখানে এরদোয়ান বলছেন, ‘পাঁচটি সন্তান নিতে।’

“এরদোয়ান কি এই শিশুদের ব্যয় বহন করবেন?” আরেকজন ফেসবুক ব্যবহারকারীকে জিজ্ঞেস করেছেন

হামাম টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নারীবাদী কর্মী নারমিন শাহমারজাদে বলেন, “এটা হাস্যকর যে দুজন পুরুষ এই বিষয়ে আলোচনা করছেন।” জনপ্রিয় অনলাইন গণমাধ্যম মঞ্চটিকে এই কর্মী বলেছেন, ” একজন নারীর শরীরকে জন্ম দেওয়ার যন্ত্র হিসেবে দেখে বলে পিতৃতন্ত্র এটাই চায়।”

এর আগে রাষ্ট্রপতি এরদোয়ান বিদেশে বসবাসরত তুর্কিদের বলেছিলেন “ইউরোপের অবিচার” মোকাবেলা করার জন্যে ন্যূনতম পাঁচটি সন্তান নিতে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .